পার্থ প্রতীম ঘোষ, কলকাতা: দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে মজার ভিডিও রেকর্ডিং। ঘটনায় গঙ্গায় তলিয়ে নিখোঁজ এক যুবক। উদ্ধার করা গিয়েছে অপর আরেক যুবককে।


পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দিন দুপুরবেলা একদল যুবক তিলজলা এলাকা থেকে দ্বিতীয় হুগলি সেতুতে পৌঁছয়। সেখানে এক এক করে তিনটি রেলিং টপকে, বিপজ্জনকভাবে যুবকেরা গঙ্গা থেকে প্রায় দুশো ফুট উঁচুতে ঝুলতে থাকে। বেশ কিছুক্ষণ থাকার পর মোবাইল বার করে তাঁরা ভিডিও শ্যুট করতে যখন শুরু করে দেখা যায়, এক এক করে দুই যুবক প্রায় ২০০ ফুট নিচে গঙ্গায় ঝাঁপ দেয়। গোটা ভিডিও রেকর্ডিং করে অন্য বন্ধুরা। মহম্মদ তস্তিগীর আলম(২৩) ও জাকির সর্দার (২২) নামে দুই যুবক ঝাঁপ দেয় ,যার মধ্যে জাকিরের কোনও খোঁজ পাওয়া যায়নি এখনও।



রবিবার দুপুর থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রিভার ট্রাফিক পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে গঙ্গায়। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে অতিরিক্ত উচ্চতা থেকে ঝাঁপ দেওয়ার ফলে তলিয়ে গিয়েছে যুবক। জাকির সর্দারের বাবা হেস্টিংস থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। বাকি বন্ধুদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। নিয়মকে অগ্রাহ্য করে যেভাবে যুবকরা এই ভয়ঙ্কর ভিডিও শ্যুট করতে গেল তাতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। এত সময় ধরে যুবকরা যেভাবে দাপিয়ে বেড়ালো, কার্যত নজর এড়িয়ে গেল কীভাবে? যে রেলিংয়ে বাইরের কারও যাওয়ার অনুমতি নেই, সে জায়গায় এমন ঘটনা ঘটে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন?