নয়াদিল্লি: মজার খেলায় সামিল হলেন বলিউডের তারকা (Bollywood Star) অভিনেতা সুনীল শেট্টি (Suniel Shetty)। সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইয়ের (PTI) তরফে তাঁর সঙ্গে খেলা হয় 'ফাস্ট ফাইভ' অর্থাৎ দ্রুত পাঁচটি প্রশ্ন (Fast Five with Suniel Shetty) করা হবে। তার উত্তর দিতে হবে সুনীল শেট্টিকে। প্রশ্নের তালিকায় কী কী ছিল? কোন প্রশ্নের কী উত্তর দিলেন অভিনেতা? জানালেন প্রিয় খাদ্য থেকে নিজের প্রিয় ছবির নামও। 


সুনীল শেট্টির সঙ্গে 'দ্রুত ৫' প্রশ্নোত্তর পর্ব


এই খেলার প্রথম প্রশ্ন ছিল সুনীল শেট্টির নিজের এমন কোনও ছবি বা শো যা তিনি বারবার দেখতে পছন্দ করবেন। একেবারে সময় নষ্ট না করে অভিনেতার উত্তর, 'বর্ডার'। ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিতে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম সেনা ভৈরব সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এই ছবি সেই সময় বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এবং ব্লকবাস্টার ঘোষিত হয়।


অভিনেতাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, যে তাঁর কমফোর্ট 'গো টু ফুড' কী? অর্থাৎ এমন খাবার যা যে কোনও সময় তিনি খেতে পারেন বা ভালবাসেন। উত্তর এল, 'ডাল ভাত, সঙ্গে অবশ্যই আচার।' তৃতীয় প্রশ্নে জিজ্ঞেস করা হয়, রাতে শুতে যাওয়ার আগে শেষ কোন কাজটা করেন অভিনেতা। এক কথায় ছোট্ট উত্তর, 'প্রার্থনা।'


 



এরপরের প্রশ্নে বেশ রোমাঞ্চিত হলেন সুনীল শেট্টি। জিজ্ঞেস করা হয়, এমন একটা মোবাইল অ্যাপ, যা ছাড়া একেবারে অচল সুনীল শেট্টি। প্রশ্ন শুনে ভাবতে বসলেন অভিনেতা। তারপর বললেন, 'ইন্টারেস্টিং প্রশ্ন, আমি বলব 'পিন্টারেস্ট' (Pinterest)। ওই অ্যাপটা ভীষণ ভালবাসি। এত কিছু শেখার আছে ওই অ্যাপটা থেকে। ওটা থেকে শিখতেই থাকি। আমি ইন্টিরিয়র, বৃক্ষ রোপণ ইত্যাদি নিয়ে থাকতে ভালবাসি।' এই অ্যাপ হল রেসিপি, বাড়ি এবং শৈলীর অনুপ্রেরণা এবং এরকম আরও অনেক কিছুর আইডিয়া খোঁজার জন্য একটি ভিজ্যুয়াল ডিসকভারি অ্যাপ। 


অভিনেতার জন্য পঞ্চম ও শেষ প্রশ্ন ছিল, কখনও রিল্যাক্স হওয়ার জন্য কোন কাজটা করতে ভালবাসেন? উত্তর এল, 'প্রকৃতি। আমার বাগানের দেখভাল করি। আমি প্রচণ্ড পরিমাণে বাগানের পরিচর্যা করতে ভালবাসি। ওটাই একমাত্র জিনিস যা আমাকে সচল রাখে।' 


আরও পড়ুন: Ishaa Saha: ছবি দেখেই চূড়ান্ত কটাক্ষ, ট্রোলিং এড়াতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পদক্ষেপ ইশার


প্রসঙ্গত, সুনীল শেট্টি কেবলমাত্র একজন অভিনেতাই নন, তিনি রেস্তোরাঁর মালিকও। খাণ্ডালায় নিজের ফার্মহাউজে তিনি ফল ও সবজির চাষও করেন, প্রায়ই সেই সমস্ত ভিডিও শেয়ার করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে টমেটোর দাম প্রসঙ্গে অভিনেতা বলেন, 'টমেটোর ঊর্ধ্বমুখী দামের সঙ্গে পাল্লা দিয়ে মানুষকে স্বাদ ও গুণের সঙ্গে আপোস করতে হচ্ছে। আমাকেও করতে হয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial