মুম্বই: বেঙ্গালুরুতে গণ শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে সারা দেশ। সমাজের বিশিষ্টজনেরা বিভিন্ন রকম প্রতিক্রিয়া দিয়েছে। এই ঘটনার সমালোচনায় সরব হয়েছে বলিউডও। এবার নারী জাতিকে অসম্মান করলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এমনকি সেই অন্যায় যদি তাঁর নিজের সন্তান আরিয়ান বা অ্যাব্রাম করে, তাহলে তাদেরও নিস্তার নেই। মহিলাদের হেনস্থা করতে আরিয়ান, অ্যাব্রামের মাথা কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শাহরুখ।

বেঙ্গালুরুতে বর্ষবরণের রাতে যেভাবে প্রকাশ্য রাস্তায় মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছিল, সেই ঘটনার প্রতিবাদে সরব হন অক্ষয় কুমার থেকে আমির খান, অনুষ্কা শর্মারা। এই ঘটনাকে পুরুষ জাতির নয় মানব সভ্যতার লজ্জা হিসেবে বর্ণনা করা হয়।

শাহরুখ সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, একজন মেয়ের বাবা হিসেবে তিনি আরিয়ান-অ্যাব্রামকে স্পষ্ট বলেছেন সবসময় মহিলাদের সম্মান করে চলবে জীবনে। তিনি মনে করেন, সমাজ আজও বদলায়নি। আগে সমাজে মহিলারা একভাবে শোষিত, অপমানিত হতেন, এখন আর একভাবে অপমানিত, লাঞ্ছিত হন। শাহরুখের নির্দেশ সবসময় মনে রাখতে হবে মহিলারা এই সমাজ-সংসারের স্তম্ভ। তাঁদের যদি কেউ কোনওদিন অপমান করেন। তাহলে তাঁর কড়া শাস্তি প্রাপ্য।

সম্প্রতি সমাজে যে ভাবে শ্লীলতাহানির পরিমাণ বেড়ে গেছে, তাতে না না ভাবে প্রতিবাদে সামিল হয়েছে বলিউড। অক্ষয় কুমারের মতো অভিনেতা বিনা পয়সায় মার্শাল আর্টের কোচিং চালু করেছে। পরিচালক, অভিনেতা ফারহান আখতার মহিলাদের বিরুদ্ধে ঘটে চলা ধর্ষণ, শ্লীলতাহানির প্রতিবাদে মর্দ নামের একটি প্রচার অভিযান শুরু করেন ২০১৩ সালে। কিন্তু বিশিষ্টজনেরা সরব হলেও, আমজনতা কী ওয়াকিবহাল। তাঁরা কী এবার ঘুরে দাড়িয়ে প্রতিবাদে সামিল হবেন?