কয়েকদিন আগে বিরাট অবশ্য বলেছিলেন, ডিআরএস-এর বিষয়ে ধোনির পরামর্শ নেবেন তিনি। কিন্তু দেখা গেল, খেলা চলাকালীন বিরাটকে পরামর্শ দেওয়ার বদলে নিজেই সিদ্ধান্ত নিলেন ধোনি।
রবিবারের ম্যাচের শুরু থেকেই দ্রুতগতিতে রান করছিলেন ইংল্যান্ডের ওপেনার জেসন রয়। তিন নম্বরে নামা জো রুটও ভাল ব্যাটিং করছিলেন। জেসন আউট হওয়ার পর ক্রিজে আসেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। ২৭-তম ওভারে হার্দিক পাণ্ড্যর শেষ বলটি মর্গ্যানের ব্যাটে লেগে ধোনির হাতে যায়। কিন্তু আম্পায়ার আউটের আবেদনে সাড়া দেননি। এরপর বিরাটকে জিজ্ঞাসা করার আগেই ধোনি রিভিউয়ের আবেদন করেন। প্রাক্তন অধিনায়কের আত্মবিশ্বাস দেখে বিরাটও রিভিউয়ের আবেদন করেন। ডিআরএস-এ দেখা যায়, বলটি মর্গ্যানের ব্যাটে লেগেছিল। ফলে আম্পায়ারকে সিদ্ধান্ত বদল করতে হয়। ধোনির সিদ্ধান্ত ঠিক বলে প্রমাণিত হয়। মর্গ্যান আউট হওয়ার পর গোটা দল উল্লাসে মেতে ওঠে।
দেখুন, ধোনির ডিআরএস-এর আবেদন জানানোর দৃশ্য