নয়াদিল্লি: বলা হয় পরিবারের মেরুদণ্ড (backbone) হচ্ছেন বাবা (father)। তবে সময়ের সঙ্গে বদলেছে সম্পর্কের সংজ্ঞা। তার প্রভাব পড়েছে সিনেমাতেও। আগেকার দিনে বলিউডে এমন বাবাদের দেখা যেত যাঁরা মেয়েদের 'পরের সম্পদ' হিসেবেই মানুষ করতেন। তবে দিন বদলের সঙ্গে বদলেছে সেই ধারাও। এখন একাধিক ছবিতে ছক ভাঙা বাবা-মেয়ের সম্পর্কের গল্প দেখতে পাই আমরা। এমন অনেক সিনেমা দেখা যায় যেখানে বাবা-মেয়েকে (father daughter relationship) ছক ভেঙে নতুন উদাহরণ সৃষ্টি করতে দেখা গেছে। আজ 'পিতৃ দিবস'-এ (father's day) রইল তেমনই কিছু ছক ভাঙা বাবাদের নিয়ে তৈরি সিনেমার গল্প।


'দঙ্গল' ছবিতে মহাবীর সিংহের চরিত্রে আমির খান


২০১৬ সালে মুক্তি পায় এই 'স্পোর্টস ড্রামা'। প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিংহ ফোগাতের জীবন নিয়ে তৈরি এই ছবি। যিনি তাঁর মেয়েদের, গীতা ও ববিতাকে, শেখান যে জীবনের প্রত্যেক ক্ষেত্রে মেয়েরাও ছেলেদের সমান টক্কর দিতে পারে। 'মারি ছোরিয়াঁ ছোরো সে কম হ্যায় কে', আমির খানের মুখে এই সংলাপ মন জয় করেছিল দর্শকদের।


'অংরেজি মিডিয়াম' ছবিতে চম্পক বংশলের ভূমিকায় প্রয়াত ইরফান খান


ছবিতে ইরফান খানকে একজন আধুনিক বাবার চরিত্রে দেখা যায়, যে আর্থিক সঙ্কট থাকা সত্ত্বেও মেয়ের স্বপ্ন ধ্বংস হতে দেননি। মেয়ের পাশে থেকে তাঁকে বিদেশে পড়তে পাঠানোর ব্যবস্থা করেন। সমাজের কথা কোনওদিন মেয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেননি তিনি। মেয়েদের শিক্ষা যে কতটা জরুরি এবং তাকেও যে সমান গুরুত্ব দেওয়া উচিত, তা ফুটে ওঠে ছবির ছত্রে ছত্রে।


'থপ্পড়' ছবিতে সচিন সান্ধুর চরিত্রে কুমুদ মিশ্র


সংকীর্ণ মনের বাড়ির লোকের চাপে অনেক মেয়েকে অনেক কিছু সহ্য করে নিতে হয় অনেক সময়। বিশেষত তা যদি মেয়ের শ্বশুরবাড়ি সংক্রান্ত হয়। কিন্তু এই ছবিতে একেবারে তার উল্টো এক চরিত্রে দেখা যায় কুমুদ মিশ্রকে। মেয়ের চরিত্রে ছিলেন তাপসী পন্নু। ছবিতে মেয়ের নেওয়া সমস্ত সিদ্ধান্তের পাশে থাকতে দেখা যায় বাবাকে। তা বিয়ে ভাঙাই হোক বা গর্ভবতী অবস্থাতেও ডিভোর্সের সিদ্ধান্তই হোক না কেন।


'পিকু' ছবিতে ভাস্কর ব্যানার্জির চরিত্রে অমিতাভ বচ্চন


বাবা-মেয়ের সম্পর্কের নতুন মানে খুঁজতে চাইলে 'ফাদার্স ডে' এই ছবি দেখার জন্য শ্রেষ্ঠ দিন। 'পিকু' অর্থাৎ দীপিকা পাড়ুকোনকে এই ছবিতে খুবই বাস্তববাদী চরিত্রে দেখা যায়। যে নিজের জীবন সামলায়, কাজ সামলায়, প্রেমে ওঠাপড়া সামলায়, সেই সঙ্গে বৃদ্ধ বাবার শিশুসুলভ আচরণ-আবদার সামলায়। এমনকী সেই ছবিতে মেয়ের বিয়ে, শারীরিক সম্পর্ক সব নিয়েই খোলামেলা আলোচনা করতে শোনা যায় বাবাকে।


আরও পড়ুন: Fathers' Day: ফাদার্স ডে-তে ছোটবেলার ছবি পোস্ট, টলিউডের এই অভিনেত্রীকে চিনতে পারছেন?


'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল' ছবিতে অনুপ সাক্সেনার ভূমিকায় পঙ্কজ ত্রিপাঠী


পঙ্কজ ত্রিপাঠী 'গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল'-এ অনুপ সাক্সেনার চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছেন। তিনি এমন একজন বাবার চরিত্রে অভিনয় করেছেন যিনি তাঁর মেয়ের পাশে সবসময় আছেন, সমাজের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে মেয়ের স্বপ্নকে সমর্থন করেন। মেয়ের পাইলট হওয়ার স্বপ্নকে সত্যি করতে পাশে দাঁড়ান। সমাজ কী বলছে সেদিকে কান না দিয়ে স্বপ্ন পূরণের পথে হাঁটতে শেখান তিনি মেয়েকে।