মুম্বই: আজ ফাদার্স ডে-তে (Father's Day 2022) সাধারণ নেট নাগরিক থেকে তারকারা সকলেই সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট করছেন। কেউ বাবার সঙ্গে পুরনো ছবি পোস্ট করে স্মৃতিচারণা করছেন। আবার কেউ নেট দুনিয়ায় মনের কথা বলছেন বাবাকে উদ্দেশ্য করে। বলিউড তারকাদের ফাদার্স ডে পোস্টে ছেয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া। শুভেচ্ছাবার্তা রয়েছে মহেশ ভট্টর (Mahesh Bhatt) উদ্দেশেও। আলিয়া ভট্ট (Alia Bhatt) নাকি পূজা ভট্ট (Pooja Bhatt), বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় কে মনে রাখলেন বাবাকে?


পূজা ভট্টের ফাদার্স ডে পোস্ট-


এদিন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবার ছবি এবং নেলসন ম্যান্ডেলার বইয়ের পাতা শেয়ার করে দীর্ঘ বার্তা দিয়েছেন বাবা মহেশ ভট্টর উদ্দেশে। তিনি লিখেছেন, 'নেলসন ম্যান্ডেলার থেকে উদ্ধৃতি ঋণ নিয়ে বলছি- আমার বাবা একজন দুর্দান্ত মানুষ। তার কারণ এটা নয় তিনি কতটা গুণী। তিনি কতটা প্রতিভাবান। কিংবা এই পৃথিবী যাকে সফল মানুষ হিসেবে দেখে, তেমন একজন বলে। আমি, শাহিন, আলিয়া এবং সানি প্রত্যেকে এইজন্য বাবাকে এত ভালোবাসি, তার কারণ, তিনিই আমাদের প্রেরণা, তিনিই আমাদের শক্তি। শুধুই তো বাবা নয়, জীবনের প্রত্যেকটা ধাপে সঠিকভাবে সুপরামর্শ দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি। আমাদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্মৃতি হৃদয়ের বড় কাছের। আমরা অতি সৌভাগ্যবান যে তুমিই আমাদের বাবা। হ্যাপি ফাদার্স ডে।'



পূজা ভট্টর পোস্টে একদিকে যেমন ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে। সোনি রাজদান থেকে অন্যান্যরা যখন ভালোবাসার ইমোজি শেয়ার করে প্রতিক্রিয়া দিয়েছেন। তেমনই অন্যদিকে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন আলিয়া ভট্টর সোশ্যাল মিডিয়া পোস্ট কোথায় বলে। উল্লেখ্য, এখনও পর্যন্ত আলিয়া ভট্ট তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফাদার্স ডে উপলক্ষে কোনও পোস্ট করেননি।


আরও পড়ুন - Nusrat Jahan on Father's Day: বাবার কোলে ছোট্ট নুসরত, ফাদার্স ডে-র ছবি দেখে দেখুন তো চিনতে পারেন কিনা


প্রসঙ্গত, চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভট্ট। রণবীর কপূরের সঙ্গে নতুন জীবন শুরু করেন। বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায় মহেশ ভট্ট, পূজা ভট্ট, সোনি রাজদান, শাহিন ভট্ট, রাহুল ভট্টকেও। জানা যায়, আলিয়া ভট্টের দাদুর শরীর সুস্থ না থাকার কারণেই এত তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।