নয়াদিল্লি: দিল্লিতে হয়েছে ITPO টানেল। সেখানেই পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই দেখা গেল একটি অভাবনীয় দৃশ্য। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে একটি মুরালের সামনে দাঁড়ালেন মোদি। হঠাৎ নীচু হয়ে মাটি থেকে তুলে নিলেন কিছু একটা। একটু পর আবার এক ঘটনা। দেখা গেল রাস্তায় পড়ে থাকা একটি প্লাস্টিকের বোতল তুললেন প্রধানমন্ত্রী। সেই ভিডিওটি শেয়ার করেছেন ভারতের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল (Piyush Goyal)। তারপরেই ভাইরাল সেই ভিডিও। 





 


কাজের মাধ্যমে স্বচ্ছতার বার্তা:
প্রধানমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প 'স্বচ্ছ ভারত', বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে বারবার স্বচ্ছতার পক্ষে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। এবার সামনাসামনি দেখা গেল সেই দৃশ্য। দিল্লির রাস্তায় ITPO টানেল পরিদর্শনের সময়েও  রাস্তায় পড়ে থাকা আবর্জনা নিজে হাতে সরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।





  


এদিন দিল্লির প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানসিট করিডর (Pragati Maidan Integrated Transit Corridor)-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, 'একাধিক বাধার সম্মুখীন হয়েছে এই প্রকল্প। কোভিডের বাধার সম্মুখীনও হয়েছে। দেশেও এমন লোকের কমতি ছিল না যাঁরা এই প্রকল্পে সমস্যা তৈরির চেষ্টা করেননি। 


আরও পড়ুন: অনলাইনে ব্যাঙ্ক জালিয়াতির শিকার হয়েছেন ? প্রথমে কী করতে হবে জানেন ?