ব্রিজটাউন: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত। গ্রুপ পর্বে অপরাজিত থেকে। গ্রুপ এ-তে পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত শর্মা, বিরাট কোহলিরা (Virat Kohli)। ৪ ম্যাচের মধ্যে তিনটি জিতেছে ভারত। কানাডার সঙ্গে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছিল। সব মিলিয়ে সাত পয়েন্ট পেয়ে গ্রুপ এ-র শীর্ষেই ছিল টিম ইন্ডিয়া (Team India)। সুপার এইটে ভারতের প্রথম ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। ব্রিজটাউনে, বৃহস্পতিবার।


সেই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটারেরা। রবিবার, ১৬ জুন ছিল পিতৃদিবস। বিরাট কোহলির জন্য বিশেষ উপহার নিয়ে হাজির অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের সঙ্গে সেই উপহার ভাগ নিলেন বলিউডের অভিনেত্রী।


ক্রিকেট মাঠের কিংবদন্তি বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা বলিউডের ডাকসাইটে সুন্দরী। ঝুলিতে একাধিক সুপারহিট সিনেমা। এই জুটিকে ভক্তরা ভালবেসে ডাকেন বিরুষ্কা নামে। আপাতত ভারতীয় দলের সঙ্গেই রয়েছেন অনুষ্কা। আমেরিকায় ভারতীয় দলের সমর্থনে গলা ফাটাতেও দেখা গিয়েছে বিরাট-ঘরণিকে।


রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন অনুষ্কা। তাতে দুটি পদচিহ্ন। সাদা আর্টপেপারে রং দিয়ে পায়ের ছাপ তুলে নেওয়া। নীচে সবুজ ও লাল হরফে লেখা, ‘হ্যাপি ফাদার্স ডে’। সঙ্গে হার্ট ইমোজিও লাল রংয়ে আঁকা। ছবিটি পোস্ট করে অনুষ্কা জানিয়েছেন, বাবা হিসাবে কেমন কোহলি। লিখেছেন, ‘একজন মানুষ কী করে এত কিছুতে একসঙ্গে এত ভাল হতে পারে! অত্যাশ্চর্য। আমরা তোমাকে ভালবাসি বিরাট...’


ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুরাগীরা মনে করছেন, মেয়ে ভামিকা ও পুত্র অকায়ের পায়ের ছাপ দিয়ে ফাদার্স ডে-তে অভিনব এই উপহার দিয়েছেন অনুষ্কা। উপহার পেয়ে উচ্ছ্বসিত কিংগ কোহলিও। তিনি কমেন্ট সেকশনে গিয়ে হার্ট ইমোজি দিয়েছেন। সব মিলিয়ে ফাদার্স ডে-তে খোশমেজাজে মিস্টার ও মিসেস কোহলি।


টি-২০ বিশ্বকাপে অবশ্য ব্যাটে এখনও বড় রান পাননি কোহলি। আয়ার্ল্যান্ড, পাকিস্তান ও আমেরিকা, তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ। কানাডার বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি। সুপার এইটে কি ব্যাট হাতে কোহলির জাদু ফিরবে?


 



 


আরও পড়ুন: Mithun Chakraborty Birthday: কিশোর বয়সে ওঁকে পোস্টকার্ডে চিঠি লিখেছিলেন.. মিঠুনের জন্মদিনে অজানা গল্পে পরিচালক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।