কলকাতা: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের (Kasba TMC Inner Clash) ঘটনায় এবার মূল অভিযুক্ত সহ ৭ জনকে গ্রেফতার করল পুলিশ।গত রবিবার রাতে পাড়া দখলকে কেন্দ্র করে দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে বিবাধ বাধে। বোমাবাজি ও গুলি চলার অভিযোগ ওঠে। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। 


কসবার ঘটনা গ্রেফতার মূল অভিযুক্ত সহ সাত: কসবায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় আরও ৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত দীনু যাদবও। গত রবিবার রাতে দুই তৃণমূল কাউন্সিলরের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে কসবার রাজডাঙা ও ইন্দু পার্ক এলাকা। তাঁদের অনুগামীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। ওঠে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগও। পাড়া দখলকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত হয়। অভিযোগ, লিপিকা মান্নার অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে সুশান্ত ঘোষের অনুগামীদের ওপর হামলা চালায় এবং তাদের মারধর করে। সংঘর্ষের ঘটনায় আগে ৭ জনকে গ্রেফতার করলেও অধরা ছিল মূল অভিযুক্ত দীনু যাদব। শনিবার মূল অভিযক্ত সহ আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


এনিয়ে কসবা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতরা তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামী বলে পরিচিত। এবিষয়ে লিপিকা জানিয়েছেন, "আমার লোক, তাঁর লোক, এবিষয়ে কিছু বলতে পারব না। কে কার হয়ে কাজ করে সবাই জানে। নতুন কোনও বিতর্ক চাই না। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টি দেখছে। কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।


মির্জা গালিব স্ট্রিটে শ্যুটআউটকাণ্ডে অন্যতম অভিযুক্ত সাবির-সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ। যদিও ঘটনার ২৪ ঘণ্টা পরেও অধরা মূল অভিযুক্ত সোনা। শুক্রবার বিকেলে বাইক ওভারটেককে কেন্দ্র করে গন্ডগোলের জেরে মাঝরাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি চলে। এখলাস বেগ নামে এক যুবকের ডান পায়ের হাঁটু ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সাবির ও সোনা নামে দুই দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। পলাতক সোনা ওরফে মহম্মদ পাইমুদ্দিন কুখ্যাত দুকৃতী গব্বরের ঘনিষ্ঠ। এর আগেও তাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাবির সোনার শ্যালক। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখছে পার্ক স্ট্রিট থানা ও লালবাজারের গুন্ডাদমন শাখার পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Siliguri News : জলের লাইন দেওয়ার নামে ১০ হাজার টাকা করে নিয়ে প্রতারণার অভিযোগ ! শিলিগুড়িতে ধৃত যুবক