মুম্বই: একটু এদিক ওদিক হলেই মারাত্মক বিপদ ঘটে যেত বলে মত চিকিৎসকদেরও। দু’-দু’টি অস্ত্রোপচারের পর যদিও হাসপাতাল থেকে হাসিমুখেই বেরিয়ে এসেছেন সেফ আলি খান। অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে, পাপারাৎজিদের প্রশ্নের জবাব দিতে দিতেই বাড়ি ফিরেছেন। গুরুতর আঘাত পেয়েও অভিনেতা এত সহজ হতে পারলেন কী করে, সেই নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছেন কেউ কেউ। এবার সেই নিয়ে মুখ খুললেন সেফের বোন সাবা আলি খান পতৌদি। চিকিৎসকদের সুরেই সমালোচকদের ‘শিক্ষিত’ হতে বললেন তিনি। (Saif Ali Khan Attacked)
গত ১৬ জানুয়ারি, মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে হামলার শিকার হন সেফ। বাড়িতে ঢুকে তাঁকে ছ’-ছ’বার ছুরি দিয়ে কোপায় এক দুষ্কৃতী। এত জোরে আঘাত করা হয় যে ছুরি কিছুটা অংশ সেফের পিঠের ভিতর থেকে যায়। চিকিৎসকরা জানান, একটু এদিক ওদিক হলেই উঠে দাঁড়ানোর ক্ষমতা হারাতেন সেফ। তার পরও সেফ হাসতে হাসতে হাসপাতাল থেকে বেরিয়ে এলেন কী করে, সেই নিয়ে প্রশ্ন তুলছেন নিন্দুকরা। পতৌদি পরিবারকে জবাব দিতে হবে বলেও দাবি করছেন কেউ কেউ। (Saba Ali Khan Pataudi)
প্রকাশ্যে সেই নিয়ে মুখ না খুললেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমালোচকদের জবাব দিলেন সেফের বোন সাবা। চিকিৎসকদের মন্তব্য তুলে ধরলেন নিজের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলে। সমালোচকদের ‘শিক্ষিত’ হতে বললেন তিনি। সাবা সমালোচকদের সঠিক জবাবই দিয়েছেন বলে মনে করছেন সেফের অনুরাগীরা। কোনও রকম বিরূপ প্রতিক্রিয়া না জানিয়েও, সাবা সকলের মুখ বন্ধ করতে মোক্ষম পোস্ট করেছেন বলেও মনে করছেন কেউ কেউ।
এত গুরুতর আঘাত এবং দু’-দু’টি অস্ত্রোপচারের পরও সেফ স্বাভাবিক ভঙ্গিতে হাসপাতাল থেকে বেরোলেন কী করে, হাসিমুখেই বা সকলের সামনে ধরা দিলেন কী করে, সেই নিয়ে আগেই জবাব দিয়েছেন চিকিৎসকরা। কার্ডিওলজিস্ট দীপক কৃষ্ণমূর্তি ৭৮ বছরের এক মহিলার ভিডিও পোস্ট করেছেন, শিরদাঁড়ায় অস্ত্রোপচারের পর যাঁকে হেঁটে বেড়াতে দেখা গিয়েছে। চিকিৎসক কৃষ্ণমূর্তি জানান, কার্ডিয়াক বাইপাস সার্জারির পরও সিঁড়ি ভেঙে তিন-চার তলায় ওঠার নজির রয়েছে। পাঁচ দিনে সেফ কী ভাবে সুস্থ হয়ে উঠলেন, তা নিয়ে প্রশ্ন করার আগে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে মানুষের শিক্ষিত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। সেই পোস্টই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তুলে ধরেন সাবা। ‘শিক্ষিত’ হওয়া প্রয়োজন অংশটুকু আলাদা করে দাগিয়েও দিয়েছেন তিনি।
সেফের উপর হামলার পর গোটা ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন রাজনীতিকদের কেউ কেউও। বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নীতেশ রানে সেফকে ‘আবর্জনা’ বলেও উল্লেখ করেন। আবার শিবসেনা (একনাথ শিন্ডে) নেতা সঞ্জয় নিরূপম প্রশ্ন তোলেন, সেফ ‘নাচতে নাচতে’ বাড়ি ফিরলেন কী করে? এমন পরিস্থিতিতে বলিউডের অনেকেও সেফের সমর্থনে এগিয়ে এসেছেন। অভিনেত্রী পূজা ভট্ট বলেন, “সেফকে নিয়ে যাঁরা ষড়যন্ত্রের তত্ত্ব সাজাচ্ছেন, তাঁদের চিকিৎসার প্রয়োজন রয়েছে।”