কলকাতা: শ্যুটিং শুরু হল ফৌজি ২ (Fauji 2)-র। পুণের সিমবায়োসিস কলেজে আজ থেকে শুরু হল ফৌজি ২-এর শ্যুটিং। ৩৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে 'ফৌজি'। শাহরুখ খান বর্তমানে বড়পর্দার তারকা হলেও তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা থেকেই। আইকনিক সেই সিরিজ ফিরে আসছে ৩৫ বছর পরে! খবর, চিত্রনির্মাতা সন্দীপ সিং দূরদর্শনের সঙ্গে হাত মিলিয়েছেন এই কালজয়ী ধারাবাহিককে ফের পর্দায় ফিরিয়ে আনার জন্য। শাহরুখ খানের ১৩ এপিসোডের ধারাবাহিক ফৌজি আজ থেকেই দূরদর্শনে সম্প্রচারিত হওয়া শুরু হয়েছে। প্রত্যেক সোমবার থেকে বৃহস্পতিবার ডিডি ন্যাশানালে এই 'ফৌজি' সম্প্রচারিত হবে। বর্তমানে ফের ফৌজি সম্প্রচারিত হবে কারণ সেই পুরনো নস্ট্যালজিয়াকে ফিরিয়ে আনার জন্য অন্যদিকে আজ থেকে শুরু হল ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায়ের শ্যুটিং। 


এই ধারাবাহিকে সমর্জিত কৌরের ভূমিকায় অভিনয় করছেন গওহর খান। এই ধারাবাহিক সম্পর্কে তিনি বলছেন, 'এই প্রথমবার আমি কোনও কাজের চিত্রনাট্য না শুনেই রাজি হয়ে গিয়েছিলাম কাজটা করার জন্য। আমায় যখনই সন্দীপ এই কাজটার জন্য বলল, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গিয়েছিলাম। তার কারণ, আমি শাহরুখ খানের বড় অনুরাগী। আমি ফৌজি ইউনিভার্সের অংশ হতে পারছি, এটাই তো আমার কাছে বিশাল পাওয়া। যে ধারাবাহিকের সঙ্গে শাহরুখ খানের নাম জড়িয়ে রয়েছে, সেই ধারাবাহিকের অংশ হওয়া আমার কাছে খুব গর্বের।'


দূরদর্শনের ডিরেক্টর জেনারেল কাঞ্চন প্রসাদ বলছেন, 'ফৌজি এমন একটা গল্প, যা সময়ের সঙ্গে সঙ্গে পুরনো হয়ে যায় না কখনও। আমরা প্রথমে ফৌজি-কে এয়ার করব, এরপরে আসবে ফৌঁজি ২। যাঁরা দীর্ঘদিন আগে ফৌজি দেখেছেন, তাঁদের জন্যই এই উদ্যোগ। তাঁদেরও স্মৃতি তাজা হয়ে যাবে। আশা করি মানুষ অপেক্ষা করবেন আগামী পর্বে কী হয় তা দেখার জন্য।' প্রত্যেকেই অপেক্ষা করছেন, শাহরুখ নস্ট্যালজিয়ায় ফের ডুবতে, ভাসতে।


 






আরও পড়ুন: Sudipta Chakraborty: মজার খেলায় জিতলেই এবার ১ লাখ টাকা! নতুন শোয়ের সঞ্চালনায় সুদীপ্তা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।