মুম্বই: উরিতে ভারতীয় সেনাবাহিনীর ছাউনিতে পাকিস্তান থেকে হানা দেওয়া জঙ্গিদের হামলার জেরে এ দেশে, বলিউডে সে দেশের কলাকুশলীদের কেন কাজ করতে দেওয়া হবে, সেই প্রশ্ন ঘিরে বিতর্ক রয়েইছে। রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) চাপে কার্যত নাকে খত দিতে হয়েছে কর্ণ জোহরদের। ভারতীয় ছবিতে পাক শিল্পীদের কাজ করা নিষিদ্ধ হয়েছে, পাল্টা পাকিস্তানেও নিষিদ্ধ হয়েছে ভারতীয় সিনেমার সম্প্রচার। এবার ২০১৭-র ফিল্মফেয়ার পুরস্কারের জন্য ভিন্ন ক্যাটেগরিতে পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খান, প্রতিবশী দেশের তিন গায়ক রাহত ফতে আলি খান, কুরাত-উল-আইন বালোচ ও আতিফ আসলামের মনোনয়নকে কেন্দ্র করে শোরগোল বলিউডে।
এতে ক্ষুব্ধ সিনেমা দুনিয়ার বেশ কিছু মহল। অভিনেতা অক্ষয় কুমারের ভক্তরা ট্যুইটারেই ক্ষোভ উগরে দিচ্ছেন। রুস্তম-এ তাঁদের প্রিয় অভিনেতার যা পারফরম্যান্স, তাতে একটা পুরস্কার তাঁর পাওয়া উচিত বলে বিশ্বাস তাঁদের। 'টাকা খাইয়ে' পাক শিল্পীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ অক্ষয় অনুগামীদের। বলিউডের এক পরিচালকের দাবি, পাক শিল্পীদের মনোনয়নের প্রতিবাদে ফিল্মফেয়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বয়কট করবেন অক্ষয়।
ফওয়াদ নমিনেশন পেয়েছেন বেস্ট সার্পোটিং অ্যাক্টর বিভাগে (কপূর অ্যান্ড সনস), রাহাত 'সুলতান' ছবির 'জগ ঘুমেয়া', আতিফ 'রুস্তম' ছবির 'তেরে সঙ্গ ইয়ারা' ও কুরাত 'কারি কারি' (পিঙ্ক) গানের জন্য মনোনীত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালককে উদ্ধৃত করে একটি বলিউডি ওয়েবসাইট বলেছে, প্রশ্নটা আত্মসম্মানের। পাকিস্তানে আমাদের আদর নেই। আমাদের সেনা জওয়ানদের মেরে অঙ্গহানি করছে ওরা। অথচ আমরা ওদের শিল্পীদের প্রতি এমন ব্যবহার করছি যেন ওরা ছাড়া আমাদের চলবে না! কুছ তো শরম করো।
চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনয়ন ফওয়াদ সহ ৪ পাক শিল্পী, 'ক্ষোভ' বলিউডে, বয়কট করবেন অক্ষয়?
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jan 2017 07:31 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -