ছবি না চললে খারাপ লাগে, বললেন শ্রদ্ধা
ABP Ananda, Web Desk | 12 Jan 2017 04:03 PM (IST)
মুম্বই: ছবির ফল আশাপ্রদ না হলে খারাপ লাগে তাঁর। স্বীকার করলেন শ্রদ্ধা কপূর। শ্রদ্ধার শেষ ছবি ‘রক অন টু’ তেমন চলেনি। ছবি মুক্তির ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের কথা ঘোষণা করেন। মনে করা হচ্ছে, মূলত সে জন্যই মার খায় ছবিটি। এ ব্যাপারে প্রশ্ন করলে শ্রদ্ধা বলেন, ছবি ভাল না চললে অবশ্যই খারাপ লাগে। কিন্তু ভাল দিকটা হল, দ্রুত ব্যস্ত হয়ে পড়ি আমি। ফলে মন খারাপটা সেরে যায়। শ্রদ্ধার আশা, তাঁর আগামীকাল মুক্তি পেতে চলা ছবি ওকে জানু ভাল চলবে। শাদ আলি পরিচালিত ‘ওকে জানু’ মণি রত্নমের ‘ও কাধাই কানমণি’-র রিমেক। ছবিতে শ্রদ্ধার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কপূর।