মুম্বই: জাপানি এন্টারটেনমেন্ট কনগ্লোমারেট শোচিকুর সঙ্গে যৌথভাবে ছবি করতে চলেছেন পরিচালক ইমতিয়াজ আলি। ইন্দো-জাপানি রোমান্সের ওপর এই ছবি হবে হিন্দিতে, নাম ‘লাভ ইন টোকিও’। আশা পারেখ-জয় মুখোপাধ্যায় অভিনীত ১৯৬৬-র সুপারহিট ছবি ‘লাভ ইন টোকিও’ থেকে ছবিটির নাম নেওয়া হয়েছে। তবে এটি ওই ছবির রিমেক নয়।
ছবির শ্যুটিংয়ের সিংহভাগ হবে জাপানে। প্রযোজনা করবে ইমতিয়াজের উইন্ডো সিট ফিল্মস ও শোচিকু।
ইমতিয়াজের শেষ ছবি ‘তামাসা’-য় অল্প দেখানো হয় জাপানকে। সুন্দরী এই দেশকে এবার প্রকৃত অর্থে ভারতীয়দের সামনে তুলে ধরতে চান তিনি।
শোচিকুর সিইও জে সাকোমোতোর সঙ্গে আলোচনায় এই যৌথ প্রযোজনার ভাবনা আসে বলে জানিয়েছেন ইমতিয়াজ। এশিয়ার বিভিন্ন শহরের মানুষের মধ্যে সাদৃশ্যের ব্যাপারে তাঁদের আলোচনা চলছিল। তখনই কথা হয়, ভিন্ন ভিন্ন জায়গায় বসবাসকারী মানুষের গল্প নিয়ে একটি ছবি করা যায় কিনা।
ছবিটি পরিচালনা করবেন ইমতিয়াজের ভাই আরিফ আলি। এর আগে তিনি ‘লে কর হাম দিওয়ানা দিল’ ছবিটি পরিচালনা করেছেন।
ছবিতে কাজ করবেন ভারত ও জাপানের শিল্পীরা। এ বছর গ্রীষ্ম ও শরতে জাপানে শ্যুটিং শুরু হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
‘লাভ ইন টোকিও’: ইন্দো-জাপানি রোমান্সের ছবি করছেন ইমতিয়াজ আলি ও জাপানি সংস্থা
ABP Ananda, Web Desk
Updated at:
12 Jan 2017 01:16 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -