কলকাতা: নতুন পোস্টারে মুক্তি পেল ছবির চরিত্রদের লুক। তবে স্পষ্ট নয়। ঠিক বইয়ের মলাটের মতো করেই সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠল ছবির চরিত্ররা। 'ফেলুদার গোয়েন্দাগিরি' ওয়েব সিরিজের চরিত্রদের লুক প্রকাশ করে নেওয়া হল প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফে। 


১৭ জুন 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'দার্জিলিং জমজমাট' গল্প অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ 'ফেলুদার গোয়েন্দাগিরি'। পরিচালকের ভূমিকায় সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। প্রথমেই মুক্তি পেয়েছিল ফেলুদা হিসেবে টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury) লুক। এরপরে ধীরে ধীরে প্রকাশ করা হয় জটায়ু হিসেবে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও তোপসে হিসেবে কল্পন মিত্র (Kalpan Mitra)-র লুক। 


এরপরে ধীরে ধীরে প্রকাশ করা হয় বাকি চরিত্রদেরও। সুপ্রভাত মজুমদার অভিনয় করছেন সমীরণ মজুমদারের ভূমিকায়। বরুণ চন্দ রয়েছেন বিরুপাক্ষ মজুমদারের ভূমিকায়।


আরও পড়ুন: Bhuban Badyakar: ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম?


এর আগে 'ছিন্নমস্তার অভিশাপ'-এ ফেলুদা হিসেবে টোটাকে দেখেছিলেন দর্শকেরা। 'ছিন্নমস্তার অভিশাপ'-এ প্রশংসা আর সমালোচনা দুইই পেয়েছিলেন টোটা। 'দার্জিলিং জমজমাট'-এর সময় সেগুলো কীভাবে কাজে লাগালেন তিনি? টোটা বললেন, 'সঠিক সমালোচনা আমার কাছে উপহার বলে মনে হয়। সবসময় মনে হয়, সেগুলো মাথায় রাখলে নিজেকে আরও ভালো করতে সুবিধা হবে। আমরা, অভিনেতারা নিজেদের ভুলগুলো বুঝি। তাই যেটা সৎ সমালোচনা সেটা আমরা ধরতে পারি আর সেগুলো নিয়ে চিন্তাভাবনাও করি। তবে অযথা সমালোচনা অবান্তর। সমস্ত সমালোচনাই মাথায় রেখে গোটা টিম, বিশেষ করে আমি দার্জিলিং জমজমাট-এ কাজ করেছি। দর্শকদের বলব কী পার্থক্য লক্ষ্য করলেন, দেখে অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকব।'


বাঙালির আবেগের সঙ্গে মিশে রয়েছে 'ফেলুদা'। তাকে পর্দায় তুলে ধরা কতটা গুরুদায়িত্ব? সৃজিত বলে বললেন, 'দায়িত্বের কথা আমি মাথাতেই রাখি না। সত্যি বলতে ফেলুদা আমি নিজের জন্য বানাই। সেটা যদি মানুষের ভালো লাগে সেটা উপরি পাওনা। কারণ ফেলুদা আমার ছোট থেকে বড় হওয়া, ফিল্মমেকার হয়ে ওঠার হাত ধরছে। ফেলুদা আমার ব্যক্তিগত উদযাপন। আমার মাথায় প্রতিযোগিতা, আরও ভালো করব এসব কাজই করে না।'