নটিংহ্যাম: সিরিজে ০-১ পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অবশ্য ভাল জায়গায় নিউজিল্যান্ড (Eng vs NZ)। দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত কিউয়িদের স্কোর ৪১২/৫। সেঞ্চুরি করেছেন টম ব্লান্ডেল (Tom Blundell) ও ডারিল মিচেল (Daryl Mitchell)। ব্লান্ডেল ১০৬ রান করে আউট হলেও অপরাজিত রয়েছেন মিচেল। ১২৮ রান করে। এরই মধ্যে একটি মজার কাণ্ড ঘটিয়েছেন মিচেল।
ছক্কায় নষ্ট পানীয়
প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩১৮/৪। ৮১ রানে অপরাজিত ছিলেন মিচেল। শুক্রবার দুটি ছক্কা মেরেছিলেন কিউয়ি ক্রিকেটার। যার মধ্যে একটি ছয়কে ঘিরেই যত কাণ্ড । নিউজিল্যান্ড ইনিংসের ৫৯তম ওভারের ঘটনা। জ্যাক লিচকে লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন মিচেল । সেই বল গিয়ে পড়ে এক ভক্তের বিয়ারের গ্লাসে। লং অনে ফিল্ডিং করছিলেন ইংরেজ পেসার ম্যাথু পটস । তিনিই সতীর্থদের ইঙ্গিত করে বোঝান, মিচেলের বল সরাসরি কারও গ্লাসে গিয়ে পড়েছে ।
পরে নিউজিল্যান্ড শিবিরের তরফে সেই ভক্তকে ক্ষতিপূরণ দেওয়া হয় । তাঁকে বিয়ার দেয় কিউয়ি শিবির । পরে ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকদের দল বার্মি আর্মি ছবি পোস্ট দিয়ে সেই খবরের সত্যতা প্রকাশ করে ।
চাইলেন ক্ষমাও
দিনের খেলার শেষে সুসান নামের ওই ভক্তের কাছে যান মিচেল । তিনি ক্ষমাও চেয়ে নেন তাঁর শটে ওই ভক্তের পানীয় নষ্ট হওয়ার জন্য ।
নিউজিল্যান্ড ১৬৯ রানে ৪ উইকেট হারানোর পরে ইনিংসের হাল ধরেছিল মিচেল-ব্লান্ডেল জুটি । পঞ্চম উইকেটে তাঁরা প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন । প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩১৮/৪ । শনিবার পঞ্চম উইকেটে ২৩৬ রান ওঠার পর ফিরে যান ব্লান্ডেল ।
আরও পড়ুন: দামী ব্যাগ নষ্ট করেছে বিমান সংস্থা, ক্ষোভে ফুঁসছেন কেকেআর তারকা