নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় চিরকালই বেশ সক্রিয় মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। টলিউড অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম যিনি প্রথম সোশ্যাল মিডিয়াকে (Social Media Post) নিজের কাজের প্রচার ও বিভিন্ন বিজ্ঞাপনী কোলাবোরেশনের জন্য ব্যবহার করা শুরু করেছিলেন। শুধু নিজের কাজের প্রচার নয়, সারাদিনের অনেক ছোটখাটো মুহূর্তও মিমি ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রামে। তেমনই একগুচ্ছ ছবি পোস্ট করলেন এদিন। ক্যাপশনে (Caption) কী লিখলেন? কোনও ইঙ্গিত রয়েছে তাতে? কী প্রতিক্রিয়া অনুরাগীদের?


সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্ট মিমি চক্রবর্তীর


সপ্তাহের প্রথম দিন, সোমবার, ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কমলা-হলুদ-সবুজের মিশেলে একটি টপ, সঙ্গে ডেনিম জিন্স পরে ফটোশ্যুটের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখলেন, 'কিছু বিকৃতি স্বচ্ছতা দেয়।' তবে তারপরই লিখলেন, 'জাস্ট এ থট' অর্থাৎ হঠাৎ মনে হল...। 


সোশ্যাল মিডিয়ায় এমন ক্যাপশনে কেন ছবি হঠাৎ? কোনও কোনও অনুরাগী তো উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বেশিরভাগই অভিনেত্রীর রূপের প্রশংসা করেছেন। মিমির ছবি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই সেখানে লাল হার্ট ইমোজি কমেন্ট করে ভালবাসা জানিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা বসু। সেই সঙ্গে অনুরাগীদের ভালবাসা। 


 






অভিনেত্রীর ছবিতে এক অনুরাগী লেখেন, 'বং ক্রাশ', কেউ লিখলেন, 'অত্যন্ত সুন্দর'। অপর একজন লিখলেন, 'সুন্দরী মিমি। তুমি এতই সুন্দর যে সবকিছু স্বর্গীয় মনে হয় কারণ তোমার সৌন্দর্য্য ঠিক পৃথিবীতে স্বর্গের সমান'। সেই সঙ্গে অবশ্য কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন, লিখেছেন, 'কেন কী এমন হল যে এরকম কিছু লিখলে? চিন্তা কীসের?' সেখানেই আবার একজন প্রশ্ন করে বসলেন, 'আপনার চোখের আসল রং কী?'


অভিনেত্রীর এই ক্যাপশনে কোনও ইঙ্গিত আছে কি না, নাকি এটা সত্যিই 'কেবল একটা ভাবনা', তা যদিও স্পষ্ট নয়। 


আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন


সম্প্রতি বন্ধুদের সঙ্গে রোড-ট্রিপে বের হন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ছুটি কাটানোর দুর্দান্ত ছবি। মন্দিরে পুজো দেন, মজেন পাহাড়ি আমেজে। সেই সঙ্গে যোগ  দিবস হোক বা পরিবেশ দিবস, নিয়মিত সোশ্যাল মিডিয়া পোস্ট করে থাকেন তিনি। সম্প্রতি যোগ দিবসে বাড়ির ব্যালকনিতে যোগাভ্যাসে ব্যস্ত মিমি চক্রবর্তী ভিডিও পোস্ট করেন। হাজার কাজের মধ্যেও তিনি কখনও বাদ দেন না শরীরচর্চা। আর সেই ঝলকই আন্তর্জাতিক যোগ দিবসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। শীর্ষাসন করে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন বটে, তবে মিমির ফিটনেস প্রশ্নাতিতই। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial