কলকাতা: স্বপ্নকে ছুঁয়ে দেখা। গোল্ডেন বল হাতে নিয়ে বিশ্বকাপকে যখন প্রথমবার চুম্বন করলেন লিওনেল মেসি (Lionel Messi), তখন এই ভারতের মাটিতে বসে, বাংলায়, টিভির পর্দার দিকে তাকিয়ে চোখ চিকচিক করে উঠেছিল অনেকেরই। শুধু আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের জন্য নয়, লিওনেস মেসির জন্য। যে মানুষটার সঙ্গে হাজার হাজার মানুষের স্বপ্ন জড়িয়ে আছে, তার হাতে বিশ্বকাপ দেখে আবেগ সামলাতে পারেননি অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়লেন টলিউড তারকারাও। ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম.. নীল সাদা রঙ ছড়িয়েছে সবার ওয়ালে। টলিউডও যেন রাঙা হল সেই রঙে.. স্বার্থ ভুলে, দেশ বিদেশের বেড়া টপকে, কেবল মাত্র প্রতিভাকে ভালবেসে, খেলাকে সম্মান জানিয়ে এমন আন্তরিকভাবে খুশি বোধহয় শুধু ভারতই পারে।
মেসির বিশ্বকাপে প্রথম চুম্বনের ছবি শেয়ার করে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) লিখেছেন, 'সেরা হামি'।
প্রত্যেকটি ম্যাচের দিন তাঁর ফেসবুক ওয়াল ভরে যেত মেসির ছবিতে। তিনি আর্জেন্তিনার অন্ধ ভক্ত। স্বপ্নপূরণের দিন কী আর তাঁর ওয়াল খালি থাকে? মেসির হাতে আঁকা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানালেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)
লিওনেল মেসির উচ্ছাসের ছবি শেয়ার করে লেখক পরিচালক শ্রীজাত লিখেছেন, 'দেখো আলোয় আলো আকাশ.. দেখো আকাশ তারায় ভরা..' গানের লাইনে লুকিয়ে আবেগ।
মেসির ছোটবেলার ছবি শেয়ার করে লম্বা লেখা লিখে আবেগে ভেসেছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)
সাহানা বাজপেয়ী শেয়ার করে নিয়েছেন আর্জেন্তিনার বিশ্বকাপ হাতে দলের উচ্ছাসের ছবি। শেয়ার করে নিয়েছেন রবীন্দ্রসঙ্গীতের লাইন। “চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে …”
বিশ্বকাপে মেসির প্রথম চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় কেবল ভাইরাল নয়, এই ছবিতে মিশে রয়েছে আবেগ। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি পোস্ট করে দেব লিখেছেন, 'আজ পর্যন্ত সেরা বিশ্বকাপ ফুটবল ম্যাচ'