মুম্বই: অভিনেত্রী নীলমকে মনে আছে? ৮০-র শেষ আর ৯০-এর শুরুর হিট নায়িকা নীলম এখন বরের ওপর চটেছেন বলে খবর। স্বামী সমীর সোনি ছোট পর্দায় পরিচিত মুখ। তাঁর অপরাধ, ওয়েবসিরিজে ২ নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করেছেন তিনি।



বেওয়াফা সি ওয়াফা নামে একটি ওয়েব সিরিজে দুই সুন্দরীর সঙ্গে চুম্বন দৃশ্য করেছেন সমীর। গল্প নাকি অবৈধ সম্পর্ক নিয়ে, স্বাভাবিকভাবেই উষ্ণতা রয়েছে ভরপুর। নীলম নাকি জানতেন এ ব্যাপারে কিন্তু প্রোমো দেখে তিনি ক্ষেপে লাল। ঘনিষ্ঠতায় তাঁর আপত্তি নেই কিন্তু এতটা নৈকট্য মেনে নিতে পারছেন না।



নীলমকে ঠান্ডা করতে নির্মাতাদের সঙ্গে কথা বলে কয়েকটি দৃশ্য বাদ দিতে বলেন সমীর। কিন্তু টেলিকাস্ট ইতিমধ্যেই শুরু হয়ে যাওয়ায় তাঁরা রাজি হননি।

৬ বছর হল বিয়ে হয়েছে নীলম-সমীরের। এই সামান্য অশান্তিতে তাঁদের সম্পর্কে তিক্ততা আসবে না বলেই বলিউডের ধারণা।