নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ে বদলে যাচ্ছেন রাবণ (Ravana)? হ্যাঁ। চলতি বছরের অন্যতম বড় ট্রোল (troll) হওয়া ছবি 'আদিপুরুষ' (Adipurush)। সিনেমা যদিও এখনও মুক্তি পায়নি। কিন্তু টিজারেই (teaser) সমালোচনা, কটাক্ষের শিকার হতে হয়েছে এই ছবিকে, বা বলা ভাল এই ছবির গ্রাফিক্সকে। এবার তাই নির্মাতারা ছবিতে রাবণের লুকই বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। কেমনভাবে দেখা যাবে রাবণকে তাহলে?
লুক বদলাচ্ছে 'রাবণ'-এর
চলতি বছরের অন্যতম বিতর্কিত টিজার ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ'-এর। বড়পর্দার জন্য রামায়ণের আধুনিক সংস্করণ হিসেবে প্রচারিত হলেও, এই ছবির টিজার প্রকাশ্যে আসতেই রাবণের লুক নিয়ে সমালোচনার ঝড় ওঠে। রাবণের চরিত্রে দেখা যাবে বলিউড তারকা সেফ আলি খানকে (Saif Ali Khan)।
টিজার মুক্তির পর অনুরাগীরা ছবির ভিএফএক্স নিয়ে উষ্মা প্রকাশ করেন। রামের চরিত্রে প্রভাসের এডিট করা অ্যাবস হোক বা সেফ আলি খানের চুল ও দাড়ি, সবটাই প্রবলভাবে সমালোচিত হয়। বলাই বাহুল্য সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়াজুড়ে 'বয়কট আদিপুরুষ'-এর রোল ওঠে। সূত্রের খবর, ঠিক এই কারণে ছবির মুক্তির তারিখও পিছিয়ে দিতে বাধ্য হন নির্মাতারা। এখন শোনা যাচ্ছে, নির্মাতারা ছবির ভিএফএক্সের ওপর নতুন করে কাজ করতে চলেছেন এবং তাতে বিপুল পরিমাণ অর্থও ব্যয় করা হবে।
কী কী বদল ঘটবে? ভিএফএক্সের মধ্যে নিশ্চিত কী কী বদল ঘটবে তা জানা না গেলেও একটা বিশেষ ও বড় বদলের খোঁজ মিলছে। সূত্রের খবর, রাবণের দাড়ি চেঁচে ফেলা হবে। অর্থাৎ রাবণের চরিত্রে সেফ আলি খানের যে দাড়ি নিয়েও তীব্র নিন্দার ঝড় ওঠে, সেই দাড়িই এবার 'ডিজিট্যাল' সাহায্যে ছেঁটে ফেলা হবে।
আরও পড়ুন: Adipurush Update: পিছিয়ে গেল 'আদিপুরুষ' মুক্তির দিন, গ্রাফিক্স নিয়ে যত্নশীল হতেই কি সিদ্ধান্ত?
এই ছবিটি তৈরি করতে প্রায় ৪৫০ থেকে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে এবং চলতি বছরের অন্যতম ব্যয়বহুল ছবি এটি। আর এই সমস্ত কিছুর মধ্যেও দর্শকের মনে গেঁথে যাওয়া সেফের বিশেষ লুক থেকে দাড়ি ছেঁটে ফেললেও তা কতটা স্বস্তি দেবে নির্মাতাদের তা সময়ই বলবে। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের মুক্তি ১৬ জুন মুক্তি পাবে এই ছবি। মুখ্য চরিত্রে প্রভাস, সেফ আলি খান, কৃতী শ্যানন প্রমুখ।