কলকাতা:  এ যেন এক অকাল বোধন, শীতের যেন শরতের আমেজ। দুর্গাপুজোর বোল। নতুন ছবি, 'বিজয়ার পরে'-র ট্রেলার যেন মনে করিয়ে দিয়ে গেল অনেক স্মৃতি, অনেক ফেলে আসা সম্পর্কের গল্প। আর ছোট্ট সেই ট্রেলারে নজর কাড়লেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও মমতাশঙ্কর (Mamata Shankar)। মা-ময়ের অদ্ভুত এক রসায়ন।


আজ মুক্তি পেল নতুন ছবি 'বিজয়ার পরে'-র ট্রেলার। এই ছবির গল্পে এমন এক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে, যেখানে পুরনো বনেদি বাড়ির পুজোয় অনেক বছর পরে ফিরে এসেছে বাড়ির মেয়ে। কিন্তু কোথায় আনন্দ.. মেয়ের সঙ্গে দেখা করতে আসছেন না বাবাই। কিন্তু কেন? হাসি নেই মায়ের মুখেও। ট্রেলার যেন ছুঁয়ে যায় অনেক প্রশ্নকে যার উত্তর মিলবে ছবিতে। বিজয়ার পরে মূলত দুর্গাপুজোর আবহে এক সম্পর্কের গল্প। বর্তমান সামাজিক পরিস্থিতিকে তুলে ধরার চেষ্টা। 


১২ জানুয়ারি মুক্তি পাবে অভিজিৎ শ্রীদাস পরিচালিত ছবি 'বিজয়ার পরে'। সেই ছবিতে মমতাশঙ্কর (Mamata Shankar) ও দীপঙ্কর দে (Dipankar Dey)-র মেয়ের ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা। বড়পর্দায় মুক্তি পাওয়ার আগে এই ছবি প্রদর্শিত হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে। প্রশংসিতও হয়েছিল। এবার বড়পর্দায় সাধারণ দর্শকদের জন্য আসবে এই সিনেমা। কতটা প্রত্যাশা রয়েছে স্বস্তিকার? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, 'কলকাতা চলচ্চিত্র উৎসবে ছবিটি দেখার জন্য প্রেক্ষাগৃহ পূর্ণ হয়েছিল। আশা করি মানুষের ভাল লাগবে, কারণ এই গল্পটা আমাদের সবার। ছেলে-মেয়েরা বড় হয়ে পড়াশোনার কারণে বা কাজের জন্য বাড়ির বাইরে চলে যাবে, এটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমরা তা মেনেও নিয়েছি। আমরা একা হয়ে যাওয়াটার সঙ্গেই অভ্যস্থ হয়ে যাচ্ছি। কিন্তু বাবা-মায়ের যে ঠিক কতটা একা লাগে.. সেই নিয়েই গল্প বলবে এই ছবি।'


নতুন পরিচালকদের সঙ্গে কাজ করায় সবসময়েই আগ্রহী থাকেন স্বস্তিকা। তাই এই ছবি নিয়েও আশাবাদী নায়িকা।


 






আরও পড়ুন: Hrithik Roshan Birthday: হুইলচেয়ারে কাটতে পারত সারা জীবন! জন্মদিনে হৃতিক রোশনের অজানা গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।