কলকাতা: আজ কল্পতরু উৎসব। আজ শ্রীরামকৃষ্ণের আরাধনায় দক্ষিণেশ্বর ও কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের ঢল। কথিত রয়েছে, ১৮৮৬ সালের পয়লা জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ৷ কাশীপুর উদ্যানবাটীতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন- ‘তোমাদের চৈতন্য হোক’। এরপর থেকেই প্রতিবছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। আজ আজকের এই বিশেষ দিনটিই টিম 'বিনোদিনী'-র তরফ থেকে বেছে নেওয়া হল শ্রীরামকৃষ্ণের লুককে প্রকাশ্যে আনার জন্য। বিনোদিনীর জীবনগাথা শ্রীরামকৃষ্ণকে ছাড়া অসম্ভব। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন বিনোদিনী। আর আজ প্রকাশ্যে এল শ্রীরামকৃষ্ণ রূপে চন্দন রায় সান্য়ালের (Chandan Roy Sanyal) প্রথম লুক।
আজ প্রকাশ্যে এল শ্রীরামকৃষ্ণ রূপে চন্দন রায় সান্য়ালের লুক। খালি গা, কাঁচা-পাকা দাড়িতে ঢাকা মুখ, চোখে সেই সারল্য। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, 'আজ থেকেই প্রায় ১৩৯ বছর আগে, ১৮৮৬ সালের ইংরেজীর বর্ষপূর্তি উৎসবের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব ধারণ করেছিলেন তাঁর কল্পতরু অবতার। বঙ্গ রঙ্গ মঞ্চের অভিনেত্রী বিনোদিনী দাসীকে তাঁর চৈতন্য লীলা নাটকের জন্যে তিনি আশীর্বাদ করেন। এই আশীর্বাদ পেয়ে বিনোদিনী খ্যাতির মধ্য গগন থেকে মঞ্চ ত্যাগ করেন। আজ সেই বিশেষ পুণ্য তিথি কে মাথায় রেখে আমরা উন্মোচন করছি শ্রী রামকৃষ্ণ দেবের পোস্টার। রামকৃষ্ণ চরিত্রে অভিনেতা চন্দন রায় সান্যাল এর ফার্স্ট লুক শেয়ার করা হল। 'বিনোদিনী-একটি নটির উপাখ্যান' টিম এর পক্ষ থেকে রইলো আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন।
সকলের চৈতন্য হোক।'
আজ শ্রীরামকৃষ্ণের লুক প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক রামকমল ও রুক্মিণী মৈত্র খোদ। সদ্যই স্টার থিয়েটারের নাম বদলে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার। এই সিদ্ধান্তের জন্য সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন রুক্মিণী মৈত্র।
আরও পড়ুন: New Year 2025: গোটা বছর অপেক্ষা করে থাকতে হবে কোন কোন সিনেমার জন্য? জেনে নেওয়া যাক বছরের শুরুতেই
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।