কলকাতা: শেষ হল নতুন জুটিকে প্রেমের গল্পে ক্যামেরাবন্দি করার কাজ। শিলাদিত্য মৌলিক পরিচালিত যশ দাশগুপ্ত  ও এনা সাহার নতুন ছবি 'চিনেবাদাম' - এর শ্যুটিং শেষ হল শনিবার। পর্দায় নতুন জুটি পেল বাংলা ছবি। শ্যুটিং শেষে আয়োজন ছিল ছোট্ট পার্টিরও।


নায়িকা হওয়ার সঙ্গে সঙ্গে এই ছবির প্রযোজনার দায়িত্বও সামলেছেন এনা সাহা। নতুন ছবি, নতুন জুটি, কতটা আশাবাদী অভিনেত্রী ও প্রযোজক? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে এনা বলছেন, 'আমার চরিত্রটা খুব সাদামাটা। যেমন আর ৫টা মেয়ে হয়, তেমনই। রোজকার জীবনের মত অভিনয় করা একদিকে যেমন কঠিন, অন্যদিকে ভালোলাগারও। এর আগে যশের সব বাংলা ছবির গান আমি শুনেছি। এসওএস কলকাতায় ওর সঙ্গে কাজও করেছি। তবে সেখানে আমাদের চরিত্র প্রেমিক প্রেমিকার ছিল না। এই প্রথম আমরা একে অপরের বিপরীতে অভিনয় করলাম। অধীর আগ্রহে অপেক্ষা করছি ছবি মুক্তির।' ছবিতে এনার চরিত্রের নাম তৃষা।


পুরনো দিনের মত একসঙ্গে বসে আড্ডার সময় কার্যত ফুরিয়েছে। ভার্চুয়াল পৃথিবীতে এখন নিজেদের মুঠোফোনেই সময় কাটাতে ব্যস্ত সবাই। পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার গল্পই বলবে 'চিনেবাদাম'। নতুন চরিত্র নিয়ে কী কী আশা রয়েছে যশের? অভিনেতা বলছেন, 'এতদিন আমি একেবারে কমার্শিয়াল ছবি করেছি। চিনেবাদাম একেবারে অন্য ধারার একটা ছবি। শিলাদিত্য মৌলিক মানে পরিচালকের থেকে আমার প্রচুর আশা রয়েছে। উনি একেবারে অন্যভাবে কাজ করেন। আশা করছি এই ছবিটার মধ্যে দিয়ে নিজেকে নতুন করে খুঁজে পাব আমি। আর এনার সঙ্গে প্রথমবার জুটি বাঁধলাম। সেটা নিয়ে আমি বেশ আগ্রহী।' ছবিতে যশের চরিত্রের নাম ঋষভ সেনগুপ্ত।


আপাতত পোস্ট প্রোডাকশানের কাজ শুরু হবে 'চিনেবাদাম' -এর। ছবির মুক্তির দিন এখনও চূড়ান্ত হয়নি। এদিন পার্টিতে যশের পাশাপাশি রইলেন নুসরত জাহানও। তাঁদের জীবনে এসেছে ছোট্ট ঈশান। 'চিনেবাদাম' -এর শ্যুটিংয়ে এসেই এবিপি লাইভের কাছে প্রথমবার ঈশানকে নিয়ে মুখ খুলেছিলেন যশ। জানিয়েছিলেন, ছোট্ট ঈশানের ডাকনাম অংশ। তাঁর সঙ্গে ভালোই সময় কাটছে অভিনেতার।