চেন্নাই: ‘বাহুবলি ২’ মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হল দক্ষিণের এক ফিল্ম ডিস্ট্রিবিউটর সংস্থা।


চেন্নাইয়ের এসিই মিডিয়া সম্প্রতি শ্রী গ্রিন প্রোডাকশন্সের কর্ণধার এম এস শ্রবণনের বিরুদ্ধে আদালতে মামলা দাখিল করেন। সেখানে তারা জানায়, তামিলনাড়ুতে ছবি প্রদর্শনীর সত্ব রয়েছে শ্রবণনের কাছে।


এসিই-র অভিযোগ, ২০১৬ সালের জানুয়ারি মাসে শ্রবণন এসিই থেকে ঋণ নিয়েছিলেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘বাহুবলি ২’ মুক্তির আগেই সব ঋণ চুকিয়ে দেবেন। একইসঙ্গে, অতিরিক্ত ১০ লক্ষ টাকা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রবণন বলে জানায় এসিই মিডিয়া।


সংস্থার দাবি, সম্প্রতি তারা জানতে পারে গত ৯ এপ্রিল ছবি প্রদর্শনীর সত্ত্ব শ্রবণন তৃতীয় পক্ষকে বেচেছেন। এই প্রেক্ষিতে, এসিই-র দাবি, ঋণ ফেরত দিতে বলা হলে, শ্রবণন জানান, ছবি মুক্তি হওয়ার পর দেবেন। সংস্থার আরও দাবি, অভ্যন্তরীণ তদন্ত করে তারা দেখেছে যে, শ্রবণন আদতে ঋণ ফেরত দেওয়ার বিষয়ে আগ্রহীই নন। উল্টে, তিনি সত্ব তৃতীয় পক্ষকে বেচে তাদের নামে চালাতে চাইছেন।


এই প্রেক্ষিতে, ঋণ আনাদায়ে তামিলনাড়ুর কোথাও যাতে ছবির মুক্তি বা প্রদর্শনী না হয়, সেই জন্য আদালতের কাছে আবেদন করেছে এসিই মিডিয়া। শুক্রবার মামলার শুনানি। প্রসঙ্গত, আগামী ২৮ তারিখ তামিলনাড়ুতে মুক্তি পেতে চলেছে এস রাজামৌলির ছবি ‘বাহুবলি ২’।