পরিণীতি ও অজয় ছাড়া ছবিতে রয়েছেন তুষার কপূর, আর্শাদ ওয়ার্সি, কুনাল খেমু, শ্রেয়স তালপাড়ে ও তব্বু।
আর কী চলছে সেটে? একটি ভিডিও পোস্ট করেছেন পরিণীতি। তাতে দেখা যাচ্ছে, ঘরের এক কোণে বসে তিনি অজয়ের পুরনো ছবি ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে দেখছেন। পাশে বিব্রত মুখে বসে অজয়। মুখভঙ্গিতে পরিষ্কার, পুরনো ছবিতে কাণ্ডকারখানা দেখে বেজায় লজ্জা করছে তাঁর। ইচ্ছে টিভিটা বন্ধ করে দিতে কিন্তু পরিণীতির সঙ্গে পেরে উঠছেন না।