কলকাতা: দেশভাগ, ভিটেমাটি, আপনজনদের হারানোর যন্ত্রণার কথা শুনে বেড়ে ওঠা এই প্রজন্মের চোখে নতুন করে বাংলাদেশকে দেখার গল্প নিয়ে ছবি করছেন পরিচালক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। ছবির নাম ‘মাটি’। নাম ভূমিকায় পাওলি দাম। অন্যান্য চরিত্রে আদিল হোসেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, কৌশিক রায়, ঋষি কৌশিক রয়েছেন। ছবি প্রযোজনায় ম্যাজিক মোমেন্টস।
মেঘলার শিকড় বাংলাদেশে হলেও, তার জন্ম পশ্চিমবঙ্গে। দাঙ্গার সময় তার ঠাকুরদা কলকাতায় পালিয়ে আসেন। কিন্তু ঠাকুমা বাংলাদেশেই রয়ে যান। তিনি খুন হন। ঠাকুমার একটি ডায়েরি মেঘলার হাতে আসে। সেই লেখা থেকেই সে ওই জ্বলন্ত অধ্যায়ের কথা জানতে পারে। এরপরেই মেঘলা স্থির করে, সে বাংলাদেশে যাবে। পূর্বপুরুষের গ্রামে গিয়ে মেঘলা কী দেখতে পায়, সেটাই এই ছবির মূল আকর্ষণ।
দেশভাগের যন্ত্রণা নিয়ে ছবি ‘মাটি’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Mar 2017 03:37 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -