মুম্বই: ছবি প্রযোজক কমল কিশোর মিশ্রাকে (Kamal Kishore Mishra) গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি তাঁর স্ত্রীকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। শুক্রবার এমনটাই জানিয়েছে অম্বোলি পুলিশ।


গ্রেফতার প্রযোজক কমল কিশোর মিশ্রা-


জানা গিয়েছে, স্ত্রীকে হত্যার চেষ্টায় গ্রেফতার হয়েছেন প্রযোজক কমল কিশোর মিশ্রা। বৃহস্পতিবার রাতের দিকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, কমল কিশোর মিশ্রার স্ত্রী একজন ভোজপুরী ছবির অভিনেত্রী। তাঁর নাম জ্যাসমিন। তাঁর অভিযোগ, কমল কিশোর মিশ্রা অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন। অন্য এক মহিলার সঙ্গে গাড়িতে স্বামীকে দেখে ফেলেন তিনি। আর তারপরই তাঁকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন ওই প্রযোজক। ঘটনাটি ঘটে গত ১৯ অক্টোবর।


অম্বোলি থানার পুলিশ অভিযুক্ত কমল কিশোর মিশ্রার নামে স্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তির গাড়ির ধাক্কায় তাঁর স্ত্রীর পায়ে এবং মাথায় গুরুতর চোট লাগে। তবে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।


আরও পড়ুন - Ram Setu: অবশেষে সাফল্য এলো, তৃতীয়দিনে কত টাকার ব্যবসা করল 'রাম সেতু'?


গত ১৯ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায়, স্বামীকে গাড়িতে অন্য মহিলার সঙ্গে দেখে ফেলেন তাঁর স্ত্রী। ওই মহিলা তাঁর স্বামীকে বাধা দিতে যান। আর সেই সময়ই ওই ব্যক্তি তাঁর স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। গাড়ির ডানদিকে চাকার তলায় চলে যান ওই মহিলা। যে আবাসনে ওই দম্পতি থাকেন, সেখানকার নিরাপত্তারক্ষী দ্রুত ওই মহিলাকে বাঁচাতে এগিয়ে যান। গাড়ির চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি। কিন্তু চালক তাঁর কোনও কথা না শুনেই গাড়ি চালিয়ে দেন। গাড়ির ধাক্কায় মহিলা রাস্তায় পড়ে যান। অভিযুক্ত ব্যক্তি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।


কমল কিশোর মিশ্রা উত্তরপ্রদেশের বাসিন্দা। 'ফ্ল্যাট নং ৪২০', 'শর্মা জি কি লগ গয়ি', 'খাল্লি বল্লি', 'দেহাতি ডিস্কো' নামে বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন। তাঁর স্ত্রী জ্যাসমিন ভোজপুরী ছবির অভিনেত্রী। ৯ বছর আগে তাঁদের বিয়ে হয়। অভিযোগ উঠেছে, গত কয়েক বছর ধরে তিনি এক মডেলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন।