মুম্বই: চলতি বছরের শুরু থেকে একেবারেই ভালো যাচ্ছিল না বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar)। 'সম্রাট পৃথ্বীরাজ', 'বচ্চন পাণ্ডে', 'রক্ষা বন্ধন' যে ছবিই মুক্তি পাচ্ছিল, ব্যর্থ হচ্ছিল বক্স অফিস কালেকশনে। কিন্তু দীপাবলিটা বোধহয় বরাবরই ভালো যায় অভিনেতার। কারণ, গত বছর দীপাবলিতে মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'সূর্যবংশী'। করোনা পরিস্থিতি পেরিয়ে যখন সবে সিনেমা হল খুলছে, সেই সময় মুক্তি পাওয়ার পরও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে এই ছবি। সংক্রমণের আশঙ্কা এড়িয়ে সিনেমা হলে দর্শক ফেরাতে সক্ষম হয়। আর চলতি বছরের শুরু থেকে ব্যর্থতার পর সেই দীপাবলিতেই যখন মুক্তি পেল 'রাম সেতু' (Ram Setu), তুলনায় সাফল্যের মুখ দেখতে শুরু করেছে। 


 <





>


তৃতীয়দিনে কত টাকার ব্যবসা করল 'রাম সেতু'?


ট্রেড অ্যানা্লিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, তৃতীয় দিনে ৮.৭৫ কোটি টাকার ব্যবসা করে এখনও পর্যন্ত মোট 'রাম সেতু' ব্যবসা করেছে ৩৫.৪০ কোটি টাকার। দীর্ঘ ব্যর্থতার পর অক্ষয় কুমারের ঝুলিতে সাফল্যের আলো দেখা যেতে শুরু করেছে। ট্রেড অ্যানালিস্টদের ধারণা উতসবের মরসুম চলায় আগামী কিছু দিনে আরও বেশি ব্যবসা করবে এই ছবি।


আরও পড়ুন - Phone Bhoot: 'চাচা চৌধুরী'র সঙ্গে হাত মেলালো 'ফোন ভূত'


 <





>