কলকাতা: একদিনে ছয় ছবির মুক্তির দিন ঘোষণা। ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল একগুচ্ছ ছবি মুক্তির দিন। এর মধ্যে এসভিএফ ও ক্যামেলিয়া যে দুটি ছবির জন্য হাত মিলিয়েছিল, আগেই সেই দুটি ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল এসভিএফের তরফে। সেই দুটি ছবি হল 'খেলা যখন' (Khela Jokhon) ও ব্যোমকেশ (Byomkesh)। এই দুটি ছবিরই পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)। আজ মুক্তির দিন ঘোষণা হল 'ইস্কাবনের বিবি' (Ishkaboner Bibi), 'অতিউত্তম' (Ati Uttam), 'মায়াকুমারী' (Maya Kumari) ও 'তীরন্দাজ শবর' (Tirandaj Sabar)-এর। 




মুক্তির অপেক্ষায় কোন কোন ছবি?


চলতি বছরের ২৭ মে মুক্তি পাবে 'তীরন্দাজ শবর'। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এরপর ১৭ জুন মুক্তি পাবে 'মায়াকুমারী' ছবিটি। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায়। এই ছবির পরিচালকের ভূমিকায় রয়েছেন অরিন্দম শীল। আবীর ছাড়াও এই ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, রজতাভ দত্ত, অরুণিমা ও সৌরসেনীকেও। 


সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'অতি উত্তম' ছবিটি মুক্তি পাবে ৩০ ডিসেম্বর। 'ইস্কাবনের বিবি' ছবিটি মুক্তি পাবে ১৬ ডিসেম্বর। এই ছবিটিরও পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। এই ছবিতে বড়পর্দায় দেখা যাবে অভিনেত্রী তৃণা সাহাকে।


আরও পড়ুন: 'অভিষেকের পরিবারের আর্থিক সাহায্যের প্রয়োজন নেই, গুজব ছড়াবেন না', আর্জি স্ত্রীর


ব্যোমকেশ প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'আমি এখনও পর্যন্ত যতগুলো ছবি বানিয়েছি, ব্যোমকেশ সবসময়েই তার মধ্যে বিশেষভাবে কাছের। আরও একটা কথা আমি অবশ্যই বলব, এসভিএফ না থাকলে এই কাজ করা সম্ভব ছিল না। ব্যোমকেশের মত ছবি বানাতে যে বিশাল প্রেক্ষাপট প্রয়োজন, তা এসভিএফ ছাড়া অসম্ভব। ক্যামেলিয়া প্রোডাকশনও এই ছবির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। বইতে এই গল্পটা অসমাপ্ত, আর তাই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই গল্পকে রুপোলি পর্দায় সম্পূর্ণ করা আমার আর পদ্মনাভর কাছে একটা বড় চ্যালেঞ্জ। আশা করছি দর্শক যেমন করে ব্যোমকেশের আগের সমস্ত ছবিগুলোকে ভালোবেসেছেন, এই ছবিকেও ভালোবাসবেন। এসভিএফ আর ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা একটা বাংলা ছবির জন্য জুটি বাঁধছে। বাংলা ছবির জন্য এটা একটা খুব ভালো বিষয়।'