মাধুরী, শ্রীদেবীর জন্য ছবির চরিত্র ভাবা হোক: শর্মিলা ঠাকুর
ABP Ananda, Web Desk | 29 Nov 2016 12:15 PM (IST)
নয়াদিল্লি: মহিলাকেন্দ্রিক ছবির কথা বেশি করে ভাবা উচিত ফিল্ম নির্মাতাদের। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, ওয়াহিদা রহমান-এঁদের কথা মাথায় রেখে চরিত্র ভাবা হোক। ভাবা হোক তাঁর পক্ষে মানানসই চরিত্রের কথাও। বললেন শর্মিলা ঠাকুর। তাঁর প্রশ্ন, অমিতাভ বচ্চন ও রজনীকান্ত বয়স এবং চরিত্রোপযোগী ছবি পেলে তাঁরা পাবেন না কেন। বলিউডে এখনকার অভিনেত্রীদের মধ্যে তাঁর ফেভারিট আলিয়া ভট্ট। তবে ছবিতে মহিলাদের চরিত্রায়নের জন্য নারী নির্যাতন বেড়েছে বলে মানতে নারাজ শর্মিলা। তাঁর কথায়, সিনেমাকে দোষ দেওয়া সহজ, কারণ, ছবিতে যে সব চরিত্র দেখানো হয় তারা লার্জার দ্যান লাইফ। কিন্তু প্রতিষ্ঠান হিসেবে সিনেমা কখনওই পরিবারের থেকে বড় নয়। তাই সমাজে যা ঘটছে তা আপনাকে দেখতে হবে সেই প্রেক্ষিতে। মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তাঁর বিশ্বাস, মেয়েদের ওপর অপরাধের ঘটনা কমাতে হলে পুরুষের অধিকারবোধের পরিবর্তন জরুরি। শিশুকে লালনপালন করার সময় থেকেই তার মধ্যে এই পরিবর্তন আনতে হবে। শিশু যদি ছেলে, মেয়ের মধ্যে বৈষম্য দেখে বড় হয়, তাহলে তার মানসিকতাতেও তার প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। শর্মিলা আরও জানিয়েছেন, তিনি আত্মজীবনী লিখতে চান। তাঁর কথায়, এমন একটা সময় আসে, যখন আপনি পিছনে ফিরে নিজের জীবন পর্যালোচনা করতে চান। তাঁর জীবনে সেই সময় এসেছে। কিন্তু এ জন্য কোনও সময়সীমা ঠিক করেননি তিনি।