মুম্বই: আমির খানের স্ত্রী কিরণ রাওয়ের বান্দ্রার বাড়ি থেকে কোটি টাকার কাছাকাছি মূল্যের গয়না চুরি হয়েছে। খার পুলিশ স্টেশনে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন তাঁর আত্মীয়রা।
অভিযোগ অনুযায়ী, গত সপ্তাহে কোনও সময়ে কিরণ দেখেন, তাঁর বেডরুম থেকে একটি আংটি ও হিরের নেকলেস উধাও। তারপরেই থানায় এ ব্যাপারে নালিশ করা হয়েছে। জানা গেছে, বাড়ির পরিচারক-পরিচারিকারাই প্রধান সন্দেহভাজন বলে মনে করছে পুলিশ। গত ৫দিন ধরে ৩ কাজের লোককে দফায় দফায় জেরা করছে তারা। প্রতিদিন সকালে ওই ৩জনকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, গোটা দিন জেরার পর সন্ধেয় ছেড়ে দেওয়া হচ্ছে। তবে জেরার সময় ঠিক কী কী গয়না পাওয়া যাচ্ছে না, সে ব্যাপারে একবারও উল্লেখ করছে না পুলিশ, যাতে অভিযুক্তরা সতর্ক হওয়ার কোনও সুযোগ না পায়।
এই তিন অভিযুক্ত হল, বাড়ির রাঁধুনি ফরজানা, কিরণের সহকারী সুজানা ও পরিচারিকা ঝুমকি। সকাল থেকে সন্ধে পর্যন্ত খার পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হচ্ছে তাদের।
এদের তিনজনের বাড়ি গিয়েও খানাতল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু এখনও কোনও সূত্র মেলেনি।
মুম্বইয়ে আমিরের স্ত্রীর বাড়ি থেকে ৮০ লাখ টাকার গয়না চুরি
ABP Ananda, Web Desk
Updated at:
29 Nov 2016 09:44 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -