৫২ বছরের অভিনেতা পোস্টের ক্যাপশন দিয়েছেন #মিটদিবাত্রাস- ২৭ ডিসেম্বর বরুণ বাত্রার অ্যাপয়েন্টমেন্ট!
রিপোর্টে দেখা যাচ্ছে, বরুণ সব কিছু গন্ডগোল করে ফেলে। এ রোগের চিকিৎসা একটাই, বউয়ের সব কথা অক্ষরে অক্ষরে শোনা।
অক্ষয়ের সঙ্গে গুড নিউজ-এ রয়েছেন করিনা কপূর, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আডবাণী। ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।