নয়াদিল্লি:  ২০১৮ জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ইরফান খান, বিদ্যা বালন পেয়েছেন সেরা অভিনেত্রীর শিরোপা। রাজকুমার রাও পেয়েছেন দুটি পুরস্কার, সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন জায়রা ওয়াসিম।


শনিবার রাতে বলিউডের এই পুরস্কার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে মুম্বইয়ের ওরলির এনএসসিআই ডোমে। গতবছরের মতোও এবারও শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন শাহরুখ খান এবং কর্ণ জোহর। অনুষ্ঠানে পারফর্ম করেছেন অক্ষয় কুমার, রণবীর সিংহ, পরিণীতি চোপড়া। 'তুমহারি সুলু'র জন্যে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন বিদ্যা। রেখার হাত থেকে এই সম্মান নেন বিদ্যা। এদিকে 'হিন্দি মিডিয়াম' ছবির জন্যে শ্রেষ্ঠত্বের সম্মান পেয়েছেন ইরফান খান।





রাজকুমার 'বরেলি কে বরফি'তে অভিনয়ের জন্যে সেরা সাপোর্টিং অভিনেতার পুরস্কার পেয়েছেন। সমালোচকদের বিচারে 'ট্র্যাপড'-এ অভিনয়ের জন্যে পুরস্কৃত রাজকুমার।

 




মেহের ভিড, সেরা সাপোর্টিং অভিনেত্রীর জন্যে পুরস্কৃত হয়েছেন। 'সিক্রেট সুপারস্টারে' ছিলেন তিনি। কঙ্কনা সেন শর্মা পেয়েছেন সদ্য পরিচালক হিসেবে সেরার শিরোপা, তাঁর ছবি 'অ্যা ডেথ ইন দ্য গুঞ্জ'। কঙ্কনাকে পুরস্কৃত করেছেন জয়া বচ্চন, সোনালি বেন্দ্রে।





সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) শিরোপা পেয়েছেন অরিজিত সিংহ। মেঘনা মিশ্র পেয়েছেন সেরা মহিলা প্লেব্যাক সিঙ্গারের শিরোপা। বাপি লাহিড়ী পেয়েছেন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।