মুম্বই: ঘোষিত হল ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম। সেরা ছবি সহ ছবি, সেরা অভিনেত্রী, সেরা কাহিনি এবং সেরা এডিটিং-এর পুরস্কার পেল তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’। আংরেজি মিডিয়াম ছবির জন্য (মরণোত্তর) সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। গতকাল, শনিবার রাতে এই অনুষ্ঠান হয়।


সেরা ছবি- ‘থাপ্পড়’


সমালোচকদের বিচারে সেরা ছবি- Eeb Allay Ooo (প্রতীক ভাট)


 


সেরা অভিনেতা (মরণোত্তর)- ইরফান খান (আংরেজি মিডিয়াম)


সমালোচকদের বিচারে সেরা অভিনেতা- অমিতাভ বচ্চন (গুলাবো সিতাবো)


 


সেরা অভিনেত্রী- তাপসী পান্নু (থাপ্পড়)


সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী- তিলোত্তমা সোম(স্যার)


 


সেরা পরিচালক- ওম রাউত (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)


সেরা সহ অভিনেতা- সেফ আলি খান (তানাজি : দ্য আনসাং ওয়ারিয়ার্স)


সেরা সহ অভিনেত্রী- ফারুক জাফার (গুলাবো সিতাবো)


সেরা নবাগত পরিচালক- রাজেশ কৃষ্ণান (লুটকেস)


সেরা নবাগতা অভিনেতা- আলিয়া এফ (জাওয়ানি জানেমন)


লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান- ইরফান খান


 


সেরা চিত্রনাট্য- রোহন গেরা (স্যার)


সেরা কাহিনি- অনুভব সিনহা ও ম্রুন্ময়ী লাগু ওয়াইকুল (থাপ্পড়)


সেরা ডায়লগ- জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)


 


সেরা মিউজিক অ্যালবাম- প্রীতম (লুডো)


সেরা গীতিকার- গুলজার (ছপাক)


সেরা কন্ঠশিল্পী (পুরুষ)- রাঘব চৈতন্য (এক টুকরা ধুপ, থাপ্পড়)


সেরা কন্ঠশিল্পী (মহিলা)- আসিস কৌর (মালঙ্গ ছবির টাইটেল ট্রাক)


সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- মঙ্গেশ উর্মিলা ধাকড়ে (থাপ্পড়)


সেরা  কোরিওগ্রাফ- ফারহা খান (দিল বেচারা)


 


উল্লেখ্য, গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। ক্যানসারের সঙ্গে লড়াই থামে তাঁর। না-ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী অভিনেতা। তাঁর শেষ ছবি আংরেজি মিডিয়াম। বাবার হয়ে শনিবার এই সম্মান গ্রহণ করেন অভিনেতার ছেলে বাবিল খান। অন্যদিকে  ‘দিল বেচারা’ ছবির জন্য সেরা কোরিওগ্রাফারের পুরস্কার হাতে নিয়ে সুশান্তকে ধন্যবাদ জানালেন ফারহা খান। ফারহা খান বলেন, “সুশান্তের জন্য এই কাজটা অনেক সহজ হয়েছিল। এই পুরস্কার ওঁর জন্যই পেলাম।”