সোপিয়ান: জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে আরও এক জঙ্গির মৃত্যু হল। রবিবার ভোর রাতের এই সংঘর্ষ হয়। সোপিয়ান জেলার ওয়ানগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয়। কাশ্মীর জোন পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
আধিকারিকরা জানিয়েছেন, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ওয়ানগাম গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয়।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, আরও এক জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। এলাকায় তল্লাশি অভিযান চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এরইমধ্যে ঘটনাস্থল থেকে একটি এম ৪ সহ একটি পিস্তল ও একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। চিনার কর্পস জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানে আরও এক সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
গত ২২ মার্চ জম্মু ও কাশ্মীরে গুলি বিনিময়ে চার লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছিল।ওই দিন সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় চার লস্কর-ই-তৈবা জঙ্গির। সোপিয়ানের মানিহাল এলাকায় ওই দিন ভোর রাত থেকে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয় বলে কাশ্মীরজোন পুলিশ জানিয়েছিল। ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। পুলিশ, সেনা ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একটি যৌথবাহিনী ওই এলাকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্রশস্ত্র। নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে ১ টি একে ৪৭ ও ২ টি পিস্তল বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছিল। ওই গুলি বিনিময়ে নিরাপত্তা বাহিনীর এক জওয়ান জখম হয়েছিলেন।
চলতি মাসে সোপিয়ান জেলায় এই নিয়ে তিনবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হল। শেষ দুটি গুলি বিনিময়ে শীর্ষ জৈশ কমান্ডার সহ ছয় জঙ্গির মৃত্যু হয়েছিল।