নয়াদিল্লি: ৭৫ তম মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই রেডিও অনুষ্ঠানের সাফল্যের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তাঁর ভাষণের সূচনা করলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের ৭৫ তম পর্বে বিবিধ বিষয় নিয়ে আলোচনার জন্য শ্রোতাদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর।


করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য গত বছরের মার্চে দেশে জনতা কার্ফুর ঘোষণা হয়েছিল। সেই জনতা কার্ফুর প্রসঙ্গ উঠে এল প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বললেন, জনতা কার্ফু বিশ্বের কাছে অনুপ্রেরণা। জনতা কার্ফুকে সফল করার জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রী  ২০২০-র মার্চে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে দেশ কতটা সতর্ক ছিল  তা  তাঁর ভাষণে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, কোভিড-১৯ ভ্যাকসিনের অপেক্ষায় ছিল সবাই। কিন্তু এখন ভারত করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় অন্য দেশগুলিকে কোভিড ১৯ ভ্যাকসিন সরবরাহ করছে।


প্রধানমন্ত্রী বলেছেন, ভারতে এখন চলছে বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকাকরণ অভিযান। উত্তরপ্রদেশের জৌনপুরে ১০৯ বছরের এক বৃদ্ধা টিকা নিয়েছেন। দিল্লিতেও ১০৭ বছরের প্রবীণ টিকা নিয়েছেন। দাওয়াই ভি, কড়াই ভি-এই মন্ত্রের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটাতে হবে। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, টিকাকরণ অভিযান চললেও করোনা নিয়ে সতর্কতা বিধিতে বিন্দুমাত্র শিথিলতা দিলে চলবে না।


২০০৪-এর বিধ্বংসী সুনামি-তে নিহত লাইটহাউসের ১৪ কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি। ওই প্রাকৃতিক বিপর্যয়ে ভারতের বিপুল ক্ষয়ক্ষতির প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। ওই বিপজ্জনক পরিস্থিতিতে লাইট হাউসগুলির গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেছেন।


দেশের নারীশক্তির জয়গানও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, দেশের মহিলারা বিভিন্ন ক্ষেত্রেই স্বকীয়তার স্বাক্ষর রাখছেন। ক্রিকেটার মিতালি রাজ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান করেছেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন মিতালি। এজন্য মিতালিকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। 
মোদি বলেছেন, এই মাসেই ছিল আন্তর্জাতিক মহিলা দিবস। আর এই সময়ই দেশের মহিলা খেলোয়াড়রা পদক জিতেছেন, রেকর্ড গড়েছেন। পিভি সিন্ধুকে অভিনন্দন বিডব্লুএস-এ রূপোর পদক জেতার জন্য অভিনন্দন। 


দুদিনের বাংলাদেশ সফরের পর ছিল এদিন মোদির মন কি বাত অনুষ্ঠান। প্রতিবেশী দেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  গিয়েছিলেন প্রধানমন্ত্রী।