নয়াদিল্লি: গুজরাতের গাঁধীনগরে (Gandhinagar) ঝাঁ চকচকে অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা হয়ে গেল '৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪'-এর (69th Filmfare Awards 2024) বিজয়ীদের তালিকা। ২৮ জানুয়ারির অনুষ্ঠানে সেরা ছবির তকমা পেল বিক্রান্ত মেসি (Vikrant Massey) ও বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) ছবি '12th ফেল' (12th Fail)। সেরা অভিনেতা হলেন রণবীর কপূর (Ranbir Kapoor), সৌজন্যে 'অ্যানিম্যাল' (Animal)। অন্যদিকে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Kii Prem Kahaani) জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত হলেন আলিয়া ভট্ট (Alia Bhatt)। দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে জমজমাট ছিল এদিনের তারকাখচিত সন্ধ্যা।
প্রকাশ্যে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪'-এর বিজয়ীর তালিকা
'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৪'-এর অনুষ্ঠানে ছিল একেবারে চাঁদের হাট। সঞ্চালনার দায়িত্বে ছিলেন তারকা পরিচালক ও প্রযোজক কর্ণ জোহর, মণীশ পাল ও অভিনেতা আয়ুষ্মান খুরানা। দর্শকদের মনোরঞ্জনের দায়িত্বে ছিল রণবীর কপূর, কার্তিক আরিয়ান, করিনা কপূর খান, বরুণ ধবন, জাহ্নবী কপূর ও সারা আলি খানের পারফর্ম্যান্স।
কে কোন বিভাগে পেলেন সেরার শিরোপা?
সেরা ছবি - '12th ফেল'
সেরা পরিচালক - বিধু বিনোদ চোপড়া ('12th ফেল')
সেরা ছবি ক্রিটিক্স - জোরাম (দেবাশিস মাখিজা)
মুখ্য চরিত্রে সেরা অভিনেতা - রণবীর কপূর (অ্যানিম্যাল)
সেরা অভিনেতা ক্রিটিক্স - বিক্রান্ত মেসি ('12th ফেল')
মুখ্য চরিত্রে সেরা অভিনেত্রী - আলিয়া ভট্ট ('রকি অউর রানি কি প্রেম কাহানি')
সেরা অভিনেত্রী ক্রিটিক্স - রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে) ও শেফালি শাহ (থ্রি অফ আস)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা - ভিকি কৌশল ('ডাঙ্কি')
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী - শাবানা আজমি ('রকি অউর রানি কি প্রেম কাহানি')
সেরা লিরিক্স - অমিতাভ ভট্টাচার্য ('তেরে ওয়াস্তে' - 'জরা হটকে জরা বঁচকে')
সেরা মিউজিক অ্যালবাম - 'অ্যানিম্যাল' (প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়স পুরানিক, জানি, ভুপিন্দর বব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর, গুরিন্দর সেহগল)
সেরা গায়ক - ভুপিন্দর বব্বল ('অর্জন ভৈলি' - 'অ্যানিম্যাল')
সেরা গায়িকা - শিল্পা রাও ('বেশরম রং' - 'পাঠান')
সেরা গল্প - অমিত রাই ('ওএমজি ২') ও দেবাশিস মাখিজা ('জোরাম')
সেরা চিত্রনাট্য - বিধু বিনোদ চোপড়া ('12th ফেল')
সেরা সংলাপ - ইশিতা মৈত্র ('রকি অউর রানি কি প্রেম কাহানি')
সেরা আবহ সঙ্গীত - হর্ষবর্ধন রামেশ্বর ('অ্যানিম্যাল')
সেরা সিনেম্যাটোগ্রাফি - অবিনাশ অরুণ ধওয়ারে ('থ্রি অফ আস')
সেরা প্রোডাকশন ডিজাইন - সুব্রত চক্রবর্তী, অমিত রায় ('স্যাম বাহাদুর')
সেরা কস্টিউম ডিজাইন - সচিন লভেলেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর ('স্যাম বাহাদুর')
সেরা সাউন্ড ডিজাইন - কুণাল শর্মা ('এমপিএসই') ('স্যাম বাহাদুর'), সিঙ্ক সিনেমা ('অ্যানিম্যাল')
সেরা এডিটিং - জসকুঁয়ার সিংহ কোহলি - বিধু বিনোদ চোপড়া ('12th ফেল')
সেরা অ্যাকশন - স্পাইরো রাজাটোস, আরাসু, ক্রেগ ম্যাকরি, ইয়ানিক বেন, কেচা খামপাকড়ি, সুনীল রড্রিগেজ ('জওয়ান')
সেরা ভিএফএক্স - রেড চিলিজ ভিএফএক্স ('জওয়ান')
সেরা কোরিওগ্রাফি - গণেশ আচার্য ('হোয়াট ঝুমকা?' - 'রকি অউর রানি কি প্রেম কাহানি')
সেরা ডেবিউ পরিচালক - তরুণ দুদেজা ('ধক ধক')
সেরা ডেবিউ অভিনেতা - আদিত্য রাওয়াল ('ফরাজ')
সেরা ডেবিউ অভিনেত্রী - আলিজেহ্ অগ্নিহোত্রী ('ফররে')
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড - ডেভিড ধবন
আরও পড়ুন: Bigg Boss 17: 'বিগ বস ১৭'-এর বিজয়ী মুনাওয়ার ফারুকি, দ্বিতীয় স্থানে অভিষেক কুমার
রবিবার, ২৮ জানুয়ারি, মূল অনুষ্ঠানের ঠিক একদিন আগে ২৭ তারিখ 'কার্টেন রেজার' ইভেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে প্রযুক্তি সংক্রান্ত পুরস্কার অর্থাৎ 'টেকনিক্যাল অ্যাওয়ার্ডস' প্রদর্শিত হয়। এছাড়া শান্তনু অ্যান্ড নিখিলের ফ্যাশন শো, পার্থিব গোহিলের মিউজিক কনসার্ট হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন করিশ্মা তান্না ও অপারশক্তি খুরানা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।