মুম্বই: কিডনি ক্যানসারে আক্রান্ত বিখ্যাত পরিচালক কল্পনা লাজমি। মুম্বইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি, আইসিইউতে রাখা হয়েছে।

তাঁকে আর্থিক সাহায্যর জন্য অসুস্থ কল্পনা ধন্যবাদ জানিয়েছেন আমির খান, সলমন খান, কর্ণ জোহর, রোহিত শেট্টি, আলিয়া ভট্ট সহ অন্যান্যদের।

কল্পনা জানিয়েছেন, আচমকা হার্ট বিট রেট কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। গায়ক ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নভি মুম্বই গিয়েছিলেন তিনি। সম্ভবত সে জন্যই শরীর খারাপ হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

কল্পনা বলেছেন, ২ বছর আগে বিছানা ছেড়ে উঠতে পারতেন না তিনি। কিন্তু এখন ঈশ্বরের কৃপায় একটু ভাল আছেন। দেড় বছরের মধ্যে চেষ্টা করবেন, কারও সাহায্য ছাড়া নিজে নিজে হাঁটা চলা করার।

প্রতি সপ্তাহে ডায়ালিসিস চলে রুদালির এই পরিচালকের। তাই বলিউড এই পরিস্থিতিতে আর্থিকভাবে তাঁর পাশে এসে দাঁড়ানোয় তিনি অভিভূত।