প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ডাব্বু রতনানির ২০১৮ ক্যালেন্ডারের জন্য সানি লিওনের ফটোশ্যুটের একটি ছবি..
তিনি পর্ন জগত থেকে মেইনস্ট্রিম সিনেমা-- এক অকল্পনীয় সফর করেছেন।
এখানে বলে রাখা দরকার, সানির যোগ ভারত থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা পর্যন্ত বিস্তৃত।
শাহরুখ খান অভিনীত ছবি 'রঈস'-এ তিনি 'লায়লা ও লায়লা' গানের মাধ্যমে দর্শকদের এমন মাতিয়ে দেন যে, তা ২০১৭ সালের সবচেয়ে হিট গান হয়ে যায়।
'জিসম-২' ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সানি। সেই থেকে প্রায় ২ ডজন ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর কোনও পরিচয়ের প্রয়োজন নেই। সম্প্রতি, তিনি এক কন্যাসন্তান দত্তক নিয়েছেন।
ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার্স সংখ্যার সানি লিওনকে এই ছবিতে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছে।
আপাতত, এখনও পর্যন্ত একটি মাত্র ছবিই প্রকাশ পেল। বাকি ছবিগুলি তাঁর পুরনো বছরের।
প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল একটি ছবি..। এই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা।
দীর্ঘদিন ধরেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে লক্ষ লক্ষ সানি লিওন-ভক্তদের মধ্যে।
কবে মুক্তি পাবে ২০১৮ সালের ক্যালেন্ডারের জন্য ডাব্বু রতনানির ক্যামেরাবন্দি হওয়া সানি লিওনের ছবি?