সিমলা: ৪৭ বছর আগে তুতো বোনকে যৌন নির্যাতনের অভিযোগে বলিউডের প্রবীণ অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর করল সিমলা পুলিশ। এ বিষয়ে সিমলার পুলিশ সুপার উমাপতি জামওয়াল বলেছেন, ‘ছোটা সিমলা থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা অনুযায়ী এফআইআর করা হয়েছে। অভিযোগকারী মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দেবেন। তাঁকে এই অভিযোগের প্রমাণ দিতে হবে।’
জিতেন্দ্রর তুতো বোনের অভিযোগ, তাঁর যখন ১৮ বছর বয়স ছিল, তখন তাঁর চেয়ে ১০ বছরের বড় এই অভিনেতা চলচ্চিত্রের শ্যুটিংয়ে নিয়ে যাওয়ার নাম করে তাঁর বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তাঁকে একটি হোটেলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। বাবা-মা এই ঘটনার কথা জানতে পারলে কষ্ট সহ্য করতে পারবেন না বলে এতদিন তিনি কিছু বলেননি। বাবা-মার মৃত্যুর পরেই মুখ খুলেছেন।
জিতেন্দ্রর আইনজীবী রিজওয়ান সিদ্দিকি অবশ্য এই অভিযোগকে ভিত্তিহীন, হাস্যকর ও মনগড়া বলে দাবি করেছেন। তাঁর আরও দাবি, হিংসার বশেই জিতেন্দ্রর ব্যবসায়িক কার্যকলাপের ক্ষতি করার লক্ষ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী এই ঘৃণ্য চেষ্টা করছে।
তুতো বোনকে যৌন নির্যাতনের অভিযোগে অভিনেতা জিতেন্দ্রর বিরুদ্ধে এফআইআর সিমলা পুলিশের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Mar 2018 09:06 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -