কলকাতা: গোটা দেশ কার্যত কাউন্টডাউন করছে রাম মন্দির উদ্বোধনের দিনে। আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দিরের। রাজনীতির বাইরেও, বিনোদন থেকে শুরু করে ক্রীড়া জগতের বিভিন্ন তারকারা আমন্ত্রণ পেয়েছেন এই মন্দির উদ্বোধনের। তবে, যখন অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা আমন্ত্রণপত্র পাচ্ছেন, তখন নয়নতারার (Nayantara) নামে দায়ের হল এফআইআর!


ঠিক কী ঘটেছে বিষয়টা? সমস্যার শুরুটা হয় নয়নতারা অভিনীত একটি ছবি, ‘অন্নপূর্ণী’-র কিছু সংলাপকে কেন্দ্র করে। ‘অন্নপূর্ণী’-এর জন্যই নয়নতারার বিরুদ্ধে দায়ের হয়েছে একের পর এক এফআইআর। হিন্দু সংগঠনের রোষের মুখে মুখে পড়েন শাহরুখ খান (Shah Rukh Khan)-এর নায়িকা। এরপরে, সোশ্যাল মিডিয়ায় 'জয় শ্রী রাম' (Joy Shree Ram) লেখা সহ, একটি বিবৃতি লেখেন নয়নতারা।


নয়নতারা লিখেছেন, 'আমার ছবিতে আমি ইতিবাচক বার্তাই দিতে চেয়েছিলাম। তবে হয়তো নিজের অজান্তেই আমি ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে ফেলেছি। আমি ভাবতেও পারিনি, যে ছবি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে মুক্তি পায়, তা ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হবে, তা ভাবতে পারিনি। আমি এবং আমার টিমের কোনও উদ্দেশ্যই ছিল না যে কোনও ধর্মের কোনও মানুষকে আঘাত করার। আমি নিজে একজন ধার্মিক মানুষ। বিভিন্ন মন্দিরে, বিভিন্ন সময়ে পুজো দিয়েছি আমি। আর তাই, কোনও মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে পারব না আমি। তারপরেও, যদি কারও কোনোভাবে খারাপ লেগে থাকে, আমি মাথা নত করে ক্ষমা চাইছি। ‘অন্নপূর্ণী’-র উদ্দেশ্য ছিল মানুষকে বিনোদন দেওয়া। আর কিছুই নয়।'


দু'দশক ধরে দক্ষিণী ছবিতে অভিনয় করছেন নয়নতারা। তাঁর অনুরাগীদের সংখ্যা নেতাৎ কম নয়। দক্ষিণী ছবির পাশাপাশি, বলিউডেও শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে ছবি করেছেন তিনি। 'জওয়ান' (Jawan) ছবিতে শাহরুখের নায়িকা হয়েছিলেন তিনি।


 






 


আরও পড়ুন: Soumitra Chatterjee: এখনও তাঁর ফোন আসার অপেক্ষা করেন কেউ কেউ, সৌমিত্রের জন্মদিনে স্মৃতিমেদুর টলিউড


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে