কলকাতা: আজ বাঙালির এক কিংবদন্তির জন্মদিন। টলিউডে যে নায়ক দাপিয়ে বেড়িয়েছেন দশকের পর দশক, জীবনের একেবারে শেষ পর্যন্ত যিনি মুগ্ধ করে গিয়েছে দর্শকদের, আজ তাঁর জন্মদিন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)-র জন্মদিন। তিনি নেই, পেরিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। আজ, কিংবদন্তির জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে নিলেন টলিউডের বিভিন্ন কলাকুশলীরা।
আজ সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একটি ছবিতে রয়েছেন সেই তরুণ সৌমিত্র। অপুর চরিত্রে। আরও একটি ছবিতে পাশাপাশি রয়েছেন সৌমিত্র ও প্রসেনজিৎ। অভিনেতা লিখেছেন, 'শুভ জন্মদিন সৌমিত্র কাকু, খুব মিস করি তোমায়। প্রণাম নিও।' টলিউড চিরকালই গুরুজনের মতো সম্মান জানিয়ে এসেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। তাঁদের মধ্যে প্রসেনজিৎ অন্যতম। আজ সৌমিত্রের জন্মদিনে প্রসেনজিতের পোস্টে যেন ফিরে এল, গুরুজন হারানোর ব্যথা।
সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কিত আরও একটি ছবি শেয়ার করে নিয়েছেন পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh)। নিজের মোবাইলের একটি স্ক্রিনশট শেয়ার করে নিয়েছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের নম্বর তাঁর ফোনে যেভাবে সেভ করা, এ তারই স্ক্রিনশট। অতনু লিখেছেন, 'মোবাইল কনট্যাক্ট বইয়ে প্রোফাইল ছবি, নাম, নম্বর যেমন ছিল, তেমনই আছে। নির্ঘাত একদিন ফোন বেজে উঠবে - ‘কী ব্যাপার বলো তো… এতদিন পাত্তা নেই? চলো, কিছু একটা করি! দাঁড়াও, এক মিনিট ধরো, ডায়রিটা নিয়ে আসি…’ শুভ জন্মদিন।
২০২০ সালের ১৫ নভেম্বর প্রয়াত হন সৌমিত্র চট্টোপাধ্যায়। গোটা জীবনে অজস্র সিনেমা ও নাটক দর্শকদের উপহার দিয়েছেন তিনি। এখনও, যেন প্রতিদিন বলিউড উপভোগ করেন তাঁর অনুপস্থিতি। আর আজ, তাঁর জন্মদিনে অনেকেই শেয়ার করে নিলেন কিংবদন্তির সঙ্গে কাটানো তাঁদের নিজেদের অভিজ্ঞতার কথা। সৌমিত্র নেই, তাঁর সঙ্গে যেন ফুরিয়ে গিয়েছে টলিউডের একটা যুগ।
আরও পড়ুন: Tota Roychowdhury: ফের বাণিজ্যিক ছবি, অ্যাকশন অবতারে পুলিশের ভূমিকায় ফিরছেন টোটা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে