লখনউ: হিন্দুদের ধর্ম ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগে এফআইআর দায়ের হল অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। বিগ বি ও কৌন বনেগা ক্রোড়পতির নির্মাতাদের বিরুদ্ধে যা দায়ের হয়েছে উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউয়ে।
করোনাকে হারিয়ে কিছুটা বিশ্রামের পর কিছুদিন আগেই কাজে ফিরেছেন সিনিয়র বচ্চন। করছেন কেবিসি ১২-র শুটিং। সেই অনুষ্ঠানের একটি প্রশ্ন ঘিরেই বিপাকে পড়তে হয়েছে তাঁকে ও অনুষ্ঠান নির্মাতাদের।
সম্প্রতি একটি পর্বে যোগ দিয়েছিলেন সমাজকর্মী বেজওয়াদা উইলসন ও অভিনেতা অনুপ সোনি। তাঁদের উদ্দেশ্যে একটি প্রশ্ন ছিল, ‘১৯২৭ সালের ২৫ ডিসেম্বর কোন ধর্মগ্রন্থ পুড়িয়েছিলেন বিআর অম্বেডকর?’
যে প্রশ্নের উত্তর মনুস্মৃতি। উত্তর জানানোর সময় ভারতের সংবিধান প্রণেতার মনুস্মৃতির নিন্দা করার কথাও জানান অমিতাভ। যদিও গোটা বিষয়টা ভালোভাবে নেননি সকলে। উল্লিখিত প্রশ্ন ও তার ব্যাখ্যা হিন্দু ভাবাবেগ আঘাত করেছে বলে দাবী করে অমিতাভ বচ্চন ও কেবিসি কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।