ভিয়েনা: জঙ্গি হামলায় রক্তাক্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। শহরের একাধিক জায়গায় সমান্তরাল হামলা জঙ্গিদের। শেষ খবর, অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন।
অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা। বেশ কয়েকজনকে তারা পণবন্দি করে ফেলে। জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত এক পুলিশ কর্মীও।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শহরের প্রাণকেন্দ্রে একটি সিনাগগে ঢুকে এলোপাথারি গুলি চালালে সেখানে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, হামলাকারীরা প্রায় ৫০ রাউন্ড গুলি চালিয়েছে। জঙ্গিরা কয়েকজনকে পণবন্দিও করে। পুলিশের সঙ্গে পরে গুলি বিনিময়ে এক জঙ্গির মৃত্যু হয়। তার শরীরে বাঁধা ছিল বিস্ফোরক।
এদিকে, শহরের ফার্স্ট ডিস্ট্রিক্ট থেকেও আরেকটি হামলার খবর মিলেছে। সেখানেও জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে। হামলার খবর মিলেছে শহরের অন্যান্য় প্রান্তেও।
এই হামলার ফলে গোটা শহরে আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষকে ঘর থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে ভিয়েনা পুলিশ। গণ পরিবহণ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।