কলকাতা: ভিকি কৌশলের (Vicky Kaushal) -এর নতুন ছবি 'ছাবা'-র স্ক্রিনিং হওয়ার সময় দিল্লির একটি প্রেক্ষাগৃহে বেনজির ঘটনা। যে ছবি দেখে দর্শকেরা ভেসেছেন আবেগে, সেই ছবির প্রদর্শনী চলাকালীনই বেনজির ঘটনা ঘটে গেল দিল্লির একটি পিভিআর সিনেমাহলে। বুধবার ছবি প্রদর্শনীর সময় দিল্লির একটি মলে পিভিআরে অগ্নিকাণ্ড ঘটে। আগুন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ছ’টি দমকল পৌঁছোয় ঘটনাস্থলে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে প্রদর্শনী বন্ধ হয়ে যায়।
দিল্লির সিলেক্ট সিটিওয়াক মলের পিভিআর সিনেমার পর্দার একটি কোণে বিকেল ৪:১৫ মিনিটে ‘ছাবা’ সিনেমার প্রদর্শনীর সময় আগুন ধরে যায়। দমকলের কাছে খবর পৌঁছয় ৫টা নাগাদ। যদিও দমকলকর্মীরা পৌঁছোনোর আগে প্রেক্ষাগৃহের ভিতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। সিলেক্ট সিটিওয়াক মলের এক মুখপাত্র ওই মাল্টিপ্লেক্সে ঘটে যাওয়া শর্ট সার্কিটের ঘটনার কথা স্বীকার করে নেন। তাঁদের পক্ষ থেকে বলা হয়, 'আমরা মাল্টিপ্লেক্স টিম এবং কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করছি। কোনও প্রাণহানির মতো কোনও ঘটনা ঘটেনি এবং মলের মূল অংশের নিয়মিত কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।'
এক প্রত্যক্ষদর্শী জানান, সেই সময়ে তিনি প্রেক্ষাগৃহে সিনেমা দেখছিলেন। যখন প্রেক্ষাগৃহের লোক বুঝতে পারে যে ঘরের মধ্যে আগুন লেগেছে, তখন তাঁরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। যদিও সঙ্গে সঙ্গে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। তবে তখনই প্রেক্ষাগৃহের কর্মীরা চলে আসেন ও প্রেক্ষাগৃহ খালি করে দিতে বলেন। তবে খুব বড় অগ্নিকান্ড নয় বলেই জানা যাচ্ছে। অন্যদিকে, রিলিজের পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছে ভিকি কৌশলের নতুন ছবি 'ছাবা'। এবার এই সিনেমাকেই কর-মুক্ত (ট্যাক্স ফ্রি) ঘোষণা করা হচ্ছে দুই রাজ্যে। জানা গিয়েছে, মধ্যপ্রদেশ এবং গোয়াতে 'ছাবা' ট্যাক্স ফ্রি করা হয়েছে। ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ভিত্তিতে তৈরি হয়েছে 'ছাবা'। নাম ভূমিকায় রয়েছে ভিকি কৌশল। এছাড়াও ছত্রপতি শম্ভাজি মহারাজের স্ত্রী'র চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা। ঔরঙ্গজেবের চরিত্রে রয়েছে অক্ষয় খান্না। পর্দায় ভিকি কৌশলের অভিনয় দেখে মুগ্ধ দর্শকমহল। অন্যান্য অভিনেতারাও নিজেদের চরিত্রে যথাযথ অভিনয় করছেন, এমনই বলছেন দর্শকরা। ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে 'ছাবা'। আর তার জেরেই দুই রাজ্যে এই সিনেমাকে ট্যাক্স ফ্রি ঘোষণা করা হয়েছে।