মুম্বই: মুম্বইয়ের আন্ধেরির চিত্রকূট স্টুডিওতে ভয়াবহ আগুন (Fire)। ইতিমধ্যেই যা জানা গিয়েছে, পরিচালক লভ রঞ্জনের (Luv Ranjan) ছবির সেটেই আগুন লেগেছে বলে জানা যায়। সূত্রের খবর, সেটের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। সেটে থাকা কর্মীরাও এই ঘটনায় আহত হয়েছেন। তবে, হতাহতের এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন।
মুম্বইয়ের চিত্রকূট স্টুডিওতে ভয়াবহ আগুন-
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এদিন আন্ধেরি ওয়েস্টের চিত্রকূট স্টুডিওতে ভয়াবহ আগুন লাগে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, তাতে পরিচালক লভ রঞ্জনের ছবির শ্যুটিংয়ের সেট ছিল সেটি। আর কয়েকদিনের মধ্যেই সেখানে গানের দৃশ্যের জন্য শ্যুটিং করার কথা ছিল বলিউডের দুই নামী তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor)। এর পাশাপাশি জানা যাচ্ছে, বলিউড অভিনেতা সানি দেওয়ের ছেলে রাজবীর দেওল ওই স্টুডিওর কাছেই শ্যুটিং করছিলেন। বর্তমানে তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।
আরও পড়ুন - Bipasha Basu: প্রথম সন্তান আসতে চলেছে কর্ণ-বিপাশার জীবনে?
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই পরিচালক লভ রঞ্জনের ছবির জন্য শ্যুটিং করছিলেন রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর। পর্দায় প্রথমবার তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে। নতুন এই জুটিকে ঘিরে দারুণ উচ্ছ্বসিত অনুরাগীরা। কিছুদিন আগেই ছবির সেট থেকে বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়। ছবির নাম যদিও এখনও পর্যন্ত ঠিক হয়নি। জানা গিয়েছে, আগামী বছর ৮ মার্চ মুক্তি পেতে পারে এই ছবি। হোলি উৎসবের মধ্যেই পর্দায় দেখা যেতে পারে রণবীর - শ্রদ্ধার জুটিকে।
অন্যদিকে, রণবীর কপূরের 'শামশেরা' ছবিটি গত সপ্তাহেই মুক্তি পেয়েছে। বিগ বাজেটের এই ছবি বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। ট্রেড অ্যানালিস্টদের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে মাত্র ৪০ কোটির মতো ব্যবসা করেছে এই ছবি। দীর্ঘ চার বছর পরে পর্দায় ফিরেছেন রণবীর কপূর। আর তাঁর কামব্যাক ছবিই পর্দায় বিশেষ সাফল্য না পাওয়ায় আশাহত অনুরাগীরা। তাঁরা বর্তমানে অভিনেতার আগামী কয়েকটি ছবির দিকে তাকিয়ে রয়েছেন। আর কয়েকদিন পরই মুক্তি পাবে রণবীর কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। এই ছবিতে পর্দায় প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে রণবীর-আলিয়াকে।