বার্মিংহাম: তারকা বক্সার লভলিনা বড়গোঁহাইয়ের (Lovlina Borgohain) সময়টা একেবারেই ভাল কাটেছি। সদ্যই কোচ বদল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অলিম্পিক্স পদকজয়ী তারকা। এবার কমনওয়েলথের উদ্বোধনী অনুষ্ঠানের (Commonwealth Games Opening Ceremony) মাঝপথে বেরিয়ে বিপাকে পড়লেন তিনি।
ঘণ্টাখানেক দাঁড়িয়ে
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে ধুমধাম করে ২২তম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে উপস্থিত ছিলেন লভলিনা। তবে তিনি এবং আরেক ভারতীয় বক্সার মহম্মদ হাসামুদ্দিন অনুষ্ঠানের মাঝে বের হতে গিয়েই বিপাকে পড়লেন। প্রায় ঘণ্টাখানেক দাঁড়িয়ে থাকতে হল তাদের। উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছিল আলেকজান্ডার স্টেডিয়ামে, যা কমনওয়েলথ 'গেমস ভিলেজ' থেকে গাড়িতে ৩০ মিনিটের মতো পথ। একদিন পরেই ম্য়াচ রয়েছে, সকালে অনুশীলনও করতে হবে। তাই দেরি না করে উদ্বোধনী অনুষ্ঠান থেকে আগেই বেরিয়ে আসতে চান লভলিনারা।
তবে তিনি ও হাসামুদ্দিন গেমস ভিলেছে ফেরার জন্য কোনও ট্যাক্সিই পাননি। লভলিনা এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'আমরা সকালে অনুলীলন করব বলে স্থির করেছিলাম, কারণ আমাদের একদিন পরেই ম্যাচ রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে, তাই আমরা ওইখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম। তবে আমরা ট্যাক্সির খোঁজ করলে বলা হয় ট্যাক্সি উপলব্ধ নয়।' এর ফলে লভলিনাদের ফেরার আর কোনও উপায় ছিল না। তারা ওই স্থানেই আটকে থাকেন।
প্রথম বাসে ফেরা
ভারতীয়দের জন্য তিনটি গাড়ি দেওয়া হলেও, যেহেতু সমস্ত অ্যাথলিট এবং আধিকারিকরা বাসে করেই উদ্বোধনী অনুষ্ঠানে আসেন, তাই সেই গাড়ি চালকদেরও ততক্ষণে ছুটি হয়ে গিয়েছিল। ফলে অগত্যা অনেকটা সময় অপেক্ষা করার পর, লভলিনারা প্রথম বাসে 'ভিলেজে' ফেরেন। প্রসঙ্গত, এদিন মোট ১৬৪জন ভারতীয় এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যা কমনওয়েলথে ভারতীয় প্রতিনিধিত্বর প্রায় অর্ধেক। ভারতীয় মহিলা ক্রিকেট দলের মতো অনেকেই পরের দিন ম্যাচ থাকায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেনি।
আরও পড়ুন: জয় দিয়ে বার্মিংহামে অভিযান শুরু করলেন মণিকা বাত্রারা