Kapil Sharma: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে চলল গুলি। খালিস্তানপন্থী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে উঠেছে হামলার অভিযোগ। হামলার দায় স্বীকার করেছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হরজিৎ সিংহ লাড্ডি। NIA-র মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত এই হরজিৎ সিংহ লাড্ডি। কয়েকদিন আগেই কানাডায় কপিল শর্মার ক্যাফের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের কয়েকদিনের মধ্যেই কপিল শর্মার ক্যাফেতে হামলা হল। যদিও কপিল শর্মার ক্যাফেতে এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।                

কয়েকদিন আগেই কানাডায় Kap’s Cafe খুলেছেন জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। বুধবার রাতে সেখানেই হামলা চলেছে। ব্রিটিশ কলম্বিয়ার সারে- তে রয়েছে এই ক্যাফে। সেই বিল্ডিংয়েই অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি চালায়। পরে খালিস্তানি জঙ্গি হরজিৎ সিং লাড্ডি এই ঘটনায় দায় স্বীকার করেছে। এনআইএ- র তালিকায় থাকা এই মোস্ট ওয়ান্টেড জঙ্গি নিষিদ্ধ হয়ে যাওয়া সংগঠন বব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আততায়ীরা গাড়িতে চড়ে এসেছিল। গুলি চালানোর পর দ্রুত ওই গাড়িতে চড়েই পালিয়ে যায় তারা। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।              

কপিল শর্মার ক্যাফেকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গুলি চালানো হয়েছে, মানে কমেডিয়ানের ক্যাফেই শুধুমাত্র লক্ষ্য ছিল নাকি এর মাধ্যমে সরাসরি কপিল শর্মাকেই হুমকি দেওয়া হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করার খবর পাওয়া যায়নি। কপিল শর্মার কানাডার ক্যাফেতে কেন এভাবে আততায়ীরা হামলা চালাল, গাড়িতে করে এসে গুলি ছোড়া হল, কী ছিল তাদের উদ্দেশ্য, কিছুই স্পষ্ট নয়। এই ঘটনা প্রসঙ্গে কমেডিয়ান এবং অভিনেতা কপিল শর্মার তরফেও কোনও বার্তা এখনও পাওয়া যায়নি। ভাল খবর একটাই যে ওভাবে এলোপাথাড়ি গুলি চালানো হলেও কেউ আহত হননি। কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি।