মুম্বই: ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি তুফান-এর প্রথম পোস্টার মুক্তি পেল। আর তা সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় হয়েছে। ছবিতে ফারহানকে দেখা যাবে বক্সারের চরিত্রে। এ ধরনের চরিত্রে ফারহানের অভিনয় এই প্রথম, যদিও মিলখা সিংহের মত দৌড়বীরের ভূমিকায় আগে দেখা গিয়েছে তাঁকে।

ফারহান তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্টারটি শেয়ার করেছেন। জানিয়েছেন, আগামী বছর ২ অক্টোবর তুফান মুক্তি পাবে।


বক্সারের গ্লাভসে নিজেকে মানিয়ে তোলার জন্য নিয়মিত শারীরিক কসরত করছেন তিনি। পোস্ট করছেন সে সবের ভিডিও ও ছবি।


তুফান-এর পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। প্রযোজনা করছে এক্সেল এনটারটেনমেন্ট প্রোডাকশন, সহযোগিতায় আরওএমপি পিকচার্স।