মুম্বই: মিম বিতর্কে কার্যত বেকায়দায় বিবেক ওবেরয়। সিনে টাউনের অধিকাংশের ক্ষোভ আছড়ে পড়েছে বিবেকের উপর। এমন প্রতিকূল পরিস্থিতিতেও আগামী ছবি ‘পি এম মোদি’ নিয়ে বেশ আশাবাদী শোনাল বিবেককে।


আসমুদ্রহিমাচলের এখন স্থির দৃষ্টি ২৩ মে-র দিকে। কে গড়বে সরকার? সকলের কপালে চিন্তার ভাঁজ। এমন সময় বিবেকের গলায় কিন্তু ছবি মুক্তি সম্পর্কে প্রত্যয়ী সুর।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিবেক বলেন,‘আগে ২৩ মে মোদি ক্ষমতায় আসুন, তারপর ২৪ মে তিনি মুভি থিয়েটারে আসবেন।’
১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদির জীবনীনির্ভর ছবি ‘পি এম মোদি’। সেখানে নাম ভূমিকায় বিবেক ওবেরয়। নির্বাচন কমিশন ওইদিন ছবি মুক্তি পাওয়ার বিষয়ে আপত্তি জানায়। ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হয় নির্বাচন প্রক্রিয়ার পর অবধি। ২৩ মে নির্বাচন সংক্রান্ত সব জল্পনার অবসান হবে বলে আশা করা হচ্ছে। দিল্লির মসনদে এবার কে, সেই সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে সেদিনই। তবে সে-সব নিয়ে মাথা না ঘামিয়ে ছবির সাফল্যের ব্যাপারে বেশ প্রত্যয়ী বিবেক। ইতিমধ্যেই দিল্লি ও মুম্বইয়ে ছবির বিশেষ স্ক্রিনিং-এর ব্যবস্থা করা হয়েছিল। ছবি দেখে নাকি উচ্ছ্বসিত সকলে, এমনটাই দাবি পর্দার মোদির।

এই ছবি নিয়ে রাজনৈতিক ময়দানে কম জলঘোলা হয়নি। তার উপর সাম্প্রতিক কালে মিম বিতর্কে বিবেকের জড়িয়ে পড়া নিয়ে একটা নেতিবাচক আবহাওয়া সৃষ্টি হয়েছে। ক্ষমা চেয়ে নিলেও বিবেক যে সহজে এই বিতর্ক থেকে রেহাই পাবেন না, এমনটাই ইঙ্গিত দিচ্ছে ফিল্ম টাউনের আবহাওয়া।
এরমধ্যে বায়োপিক ‘পি এম মোদি’ কি পারবে সকলের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে? বলবে সময়।